আমাদের কথা খুঁজে নিন

   

টাকার কাছে বিক্রি হই, বিক্রি করি জাতীয় পতাকা( সাহারা বাংলাদেশের স্পন্সর হবার পর আমি সাহারার পক্ষে অনেক বড় বড় কথা বলছিলাম , এজন্য আমি সকল ব্লগারের কাছে ক্ষমা প্রার্থী)

তাশফী মাহমুদ সাহারা বাংলাদেশের স্পন্সর হবার পর আমি সাহারার পক্ষে অনেক বড় বড় কথা বলছিলাম , এজন্য আমি সকল ব্লগারের কাছে ক্ষমা প্রার্থী। জার্সিতে শুধু "সাহারা" নামটা লিখলেই তো চলতো জার্সির রং পাল্টানোর কি দরকার আছিল? আমার গর্ব লাল-সবুজ কই গেলো? এটা কি বাংলাদেশ দল নাকি ইন্ডিয়ার কোন প্রাদেশিক দল। সাহারা কোম্পানি যে অনেক বড় উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসছে সেটা তারা বুঝাইয়া দিল লাল-সবুজ কে সরাইয়া দিয়া। এটা প্র্যাক্টিসের ড্রেস কিনা তা শীঘ্রই জানা যাবে... ত্রিদেশীয় সিরিজ শুরু হতে যাচ্ছে... তবে এটা প্র্যাক্টিসের জন্য হলেও খুশি হয়ে যাওয়ার কিছু নাই... টিম+এই দেশের মানুষ কে ধুরুম করে চমকায় না দিয়ে ধীরে ধীরে এই রঙে আমাদের অভ্যস্ত করে নিবে হয়ত... যতদূর জানি বাংলাদেশের নতুন জার্সির বুকে দূরে থাক পিঠেও এখন "BANGLADESH" লেখা নাই  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.