আমাদের কথা খুঁজে নিন

   

৭১-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গনের ১১টি সেক্টর।



৭১-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গনের ১১টি সেক্টর ১. মেজর জিয়াউর রহমান (এপ্রিল-জুন) চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেণী নদী পর্যন্ত। মেজর রফিক (জুন-ডিসেম্বর) ২. মেজর খালেদ মোশারফ (এপ্রিল-সেপ্টেম্বর) নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব ঢাকা ও মেজর অ.ঞ.গ হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর) ফরিদপুর জেলার অংশ বিশেষ। ৩. মেজর শফিউল্ল্যহ (এপ্রিল-সেপ্টেম্বর) আখাউড়া, কিশোরগঞ্জ, ভৈরব-রেললাইন থেকে মেজর নুরুজ্জামান (সেপ্টেম্বর-ডিসেম্বর) কুমিল্লা জেলার অংশ হবিগঞ্জ, ঢাকা জেলার অংশ বিশেষ। ৪. মেজর ঈ.জ দত্ত সিলেটের পূর্বাঞ্চল, খোয়াই-শায়েস্তাগঞ্জ রেললাইন থেকে পূর্ব উত্তর দিকে সিলেটের ডাউকি সড়ক। ৫. মেজর মীর শওকত আলী সিলেটের পশ্চিম এলাকা সিলেট-ডাউকি সড়ক থেকে পূর্ব-উত্তর দিকে সিলেটের ডাউকি সড়ক।

৬. উইং কমান্ডার বাশার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও। ৭ মেজর কাজি নুরুজ্জামান সমগ্র রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অঞ্চল এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া ও পাবনা জেলা। ৮.মেজর আবু ওসমান চৌধুরী (আগস্ট পর্যন্ত) সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের মেজর গ.অ মঞ্জুর (অতিরিক্ত দায়িত্ব) অংশবিশেষ, দৌলতপুর-সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা। ৯. মেজর জলিল (ডিসেম্বর পর্যন্ত) সাতক্ষীরা-দৌলতপুর সড়ক সহ খুলনা সমগ্র গ.অ মঞ্জুর (অতিরিক্ত দায়িত্ব) এলাকা, সমগ্র দক্ষিণাঞ্চল এবং বৃহত্তম বরিশাল ও পটুয়াখালী জেলা। ১০. মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ কমান্ডারগণ অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চলÑপাবনা ও চট্টগ্রাম।

১১. মেজর আবু তাহের (৩ নভেম্বর পর্যন্ত) কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল। এবং ফ্লাইট লেফ্টে: গ হামিদুল্লাহ (৩ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.