আমাদের কথা খুঁজে নিন

   

সোনা ঝরা দিন



পথ চলতে চলতে কিভাবে যেন বন্ধুদের থেকে দূরে সরে গেলাম, ব্যস্ততা আর কিসের যেন একটা অনিচ্ছা আমাকে একটু একটু করে একাকী করে দিলো। আমার বন্ধুদের সাথে আমার এখন আর আগের মত ঘুরতে যাওয়া হয় না, আড্ডা হয় না । একটা সময় জীবনে রং এ ছড়াছড়ি ছিলো,সবকিছু রঙ্গীন। আর এখন আমার ব্যস্ততা, না শুধুই ব্যস্তা না আরো কিছু রংগুলোকে ম্লান করে দিলো। সবার অভিযোগ আমি দূরে সরে গেছি, আমাকে আড্ডায় পাওয়া যায় না, আগের মত হই চই করি না.অনেক চিতকার, হঠাৎ কোন কারনে অভিমানে কান্না কিছুই কি নেই আমার মাঝে?কিছুদিন যাবত মনে হচ্ছে এভাবে সবকিছু থেকে নিজেকে কেন গুটিয়ে নিলাম?মনে মনে খুব কাছের একজন বন্ধুকে খুঁজি, আর তার তো আমার সাথে সে কি অভিমান!নিয়মিত মেইল করি না, চিঠি লিখি না,সেই উচ্ছাস আমার আর কেন নেই!কত কি!কত কি!আহারে আমার নানা রংএর দিনগুলি, "এখনও আমি তোদের সবাইকে ভালবাসি মনে মনে।

তোরা ত বলতি আমি বোকা মেয়েটা চোখে রাজ্যের জল নিযে এসেছি, সেটা গোপন করতে পারি না আবার যখন নিজেকেই আড়াল করলাম তাও তোদের ভালো লাগে না। যন্ত্রনা!" আমার সব বিষন্নতা আর হতাশার মাঝে এক জলক সোনা ঝরা রোদ হয়ে হঠাৎ এসে মন আলো করে দিলো একজন। আমি ভাবছিলাম ওর সাথে দেখা হবে, একটা সুন্দর দিন সে আমায় দিবে তবু আমার চাওয়ার চেয়েও বেশী পেলাম। একদিনের কথা, দেখা তবু যেন জনম জনম ধরে তাকে আম চিনি, জানি, সে যেনো কত জন্মের বন্ধু আমার। একজলকের জন্য...তবুও তো কত কি!কত কি প্যাঁচ লাগাল আমার মনে।

আমি নাকি প্রেমে পড়েছি। আমার কথায় নাকি প্রেমের সুর!ভালো চিন্তায় পড়লাম। সারাক্ষন ভাবলাম...সত্যি কি মন ঘুরে বেড়ায় মনে মনে...বনে বনে!ও চলে গেলো আর ঐদিনই আমি অনেকদিন পর ক্যাম্পাসে গেলাম কনভোকেশনের রিহার্সালের জন্য। যেতে চাইনি। আমার কিছু ব›ধুরা বার বার আমাকে বলেছে আমি যেন যাই।

গেলাম...কত!দিন পর সবার সাথে দেখা হলো!কথা হলো। সবাই জোর করে ঘুরতে নিয়ে গেলো, অনেকদিন পর আবার হইচই...যদিও আমার প্রিয় বন্ধুগুলো নেই। সব শয়তান। বাসায় আসতে আসতে গাছের পাতার ফাঁকে পূর্ণিমার বাসী চাঁদটাকে দেখলাম আর বোঝার চেষ্টা করলাম। পারলাম কি?মনের কথা মনেই থাক।

মন কথার উষ্ণতায় দুনিয়া ভেঙ্গে জ্বর আসলো, জ্বরের ঘোরে আমিই হারিয়ে গেলাম, শুধু মন ফাঁক পেলেই দুলে। মনের আর কি দোষ?এত মায়া মমতার স্পর্শ সে অনুভব করল যে হারিয়ে যেতে থাকল....মন ভিজে যায়, চোখ ভিজে যায়...ছুটে বেড়ায়...উষ্ণ হতে তোমার ছোঁয়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।