আমাদের কথা খুঁজে নিন

   

সোনা আসে শোনা যায়, এত সোনা কে খায়



পুরান ডায়লগ। উন্মাদে লেখছিল, কত আগে মনে নাই। আইজকে ব্লগে দ্যাকলাম এ ওরে সোনাচালানি বলতেছে। কারনে অকারনে বলতেছে। সোনাচালানি আর সোনা চোরাচালানি এক কিনা কে জানে। এমনকি হারাধন (নামটা অশ্লিল আসলে) নামে একটা লেখক যে কৌশিকের সাথে পায়ে পা প্যাচাইয়া গন্ডগোল করার ধান্দায় আছে সে ও লেখছে কোশিক বৈ ছাপলে সোনা চোরাচালান হবে। কথা হইতেছে কৈশিকের ৈেবয়ের সাথে সোনাচালান আসলো ক্যামনে, নাকি এইখানে অন্য কোন ঘটনা আছে। পাবলিকরে বিভরান্ত করবেন না, ফেব্রুয়ারী 6 এ ফলাফল আছে খেয়াল রাইখেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।