আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমিয়ে গেছে আমার ঘুম



ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার ঘুম অপেক্ষার প্রহর গুনতে গুনতে দগদগে লাল হয়ে গেছে দুটো চোখ তবু ঘুম এলো না কোন আফিমের নেশা কাবু করলো আমার ঘুমকে- জানি না এটুকু জানি- অবিরাম গলে যাওয়া গরম জলের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সে বহু রাত আমার চোখের ভেতর বসে বসে কেঁদেছে সে আমি ঘুমাই নি তখন- শুনি নি ঘুমের কান্না কোনো এক ছলনাময়ীর প্রেম আমার চোখে জ্বালিয়ে দিলো বিরহের আগুন ঘুমগুলো সব পালিয়ে গেলো রাতের আঁধারে পথে পথে ঘুরে নষ্ট হলো বুদ হয়ে গেলো হেরোইন আর আফিমের নেশায় এখন নির্ঘুম চোখ চিৎকার করে কাঁদছে কেঁদে আর কি হবে মহাঘুমে ব্যস্ত আমার ঘুম চোখের কান্না কিছুতেই প্রবেশ করছে না ওর কানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।