আমাদের কথা খুঁজে নিন

   

একের কাব্য দুইয়ের পদ্য

সঞ্জয় মিঠু

দুরের জালানায় আলো আধাঁরের খেলা উচুঁ নিচুঁ; এক দুই তিন... দমকা হাওয়া, স্বাধীন ভারী পর্দা এলোমেলো; লজ্জায় নুয়ে পড়া লজ্জাবতী, দাবদহে কৃষ্ণ কালোর সৌন্দর্যে বিভোর। আলোহীন তরঙ্গে নিপুণ চড়াই উত্ রাই, নষ্টালজিয়া সাদা আলোর কষ্ট কল্পণা একাকীর তৃষ্ণা, ক্ষুধা শাওয়ারের জলে; মলিন সমাধি, সম্ভবনার সবটুকু সাধ... অন্ধকার হাতড়ে ফেরা জৈব- নির্জীব। অর্পূণ বাড়ন্ত চাহিদা চার পাচঁ ছয়... ফিকে হয় দূর দিগন্ত, আলোকময় অস্থির চি‍‌‌ত্কার; শীত্কার ভারী নিঃশ্বাস ক্ষীণকায় ওয়ালেট; সিডেটিভ, ট্রাঙ্ককুলাইজার সীমাহীন পোশাকি চাদর মস্ত খাট সাত আট... লম্বা লাইন সৌন্দর্যের সোপানে অপেক্ষা দিনমান। কিউতে জমতে থাকা ধুলারসারি ইচ্ছার লিষ্ট বড্ড ভারি আর কি তবে এখানে শেষ, যাদু টোনা, মন্ত্র-বশ নয় দশ... বেচেঁ থাক দমকা হাওয়া, নিশুতি রাতের মিষ্টি চাদেঁর গোলা অনুভুতির একতারা, টিনটিন সারা দিন... সারাবেলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.