আমাদের কথা খুঁজে নিন

   

আনক্লাসিফাইড দলিল: রাজাকারদের প্রসঙ্গে পাকিস্থানী জেনারেল :

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালে পাকিস্থানী হানাদার বাহিনীর প্রধান জেনারেল হামিদের সাথে আমেরিকান রাষ্ট্রদূতের একটা বৈঠকের কথোপকথন গোপন দলিল হিসাবে আমেরিকান ডিপার্টমেন্ট অব স্টেটস এ সংরক্ষিত ছিল। সাম্প্রতিক কালে সেই দলিলটি আন-ক্লাসিফাইড করা হয় - যা এখন সাধারন মানুষের কাছে সহজলভ্য হয়েছে। বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধী বিষয়ক আলোচনার প্রাসঙ্গিক হিসাবে দলিলটির কিছু অংশ তুলে দেওয়া হলো। ১৯৭১ সালে জামাত নামক একটা রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে "রাজাকার" নামে পাকিস্থানী হানাদারদের সহযোগী বাহিনী সৃস্টি করা এবং যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ বিরোধী সকল কর্মকান্ডে অংশ নেয়। সুস্পত: এই যুদ্ধাপরাধী সম্পর্কে পাকিস্থানী জেনারেল আমেরিকান রাষ্ট্রদূতের কাছে প্রশংসা করে বলেছিলো: "হামিদ বললো সে বরঞ্চ "রাজাকার"দের কর্মততপতায় সন্তুস্ট, যারা মূলত বাঙালীদের মধ্য থেকে রিক্রট করা এবং সামান্য ট্রেনিং দিয়ে অস্ত্রসহ ব্রীজ ও অন্যান্য স্থাপনা পাহারা দিতে পাঠানো হয়। যে কোন আক্রমনে কিছু কিছু রাজাকার ভীত হয়ে পালিয়ে যায়, কিন্তু বেশীর ভাগই সাহসীকতার সাথে স্তিত হয়ে গেছে"। আমেরিকান দলিলে বর্নিত পাকিস্থানী জেনারেলের পছন্দের এই রাজাকারদের সম্পর্কে যত মিথ্যাচারই করা হউক না কেন, বাঙালী জাতি এদের চিনে - বাংলাদেশের শত্রু এই রাজাকারদের বিচারের সন্মুখিন হতেই হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।