আমাদের কথা খুঁজে নিন

   

মনটা খারাপ

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

এতদিন ভালই আরামে ছিলাম, দুঃখ-কষ্ট কি জিনিস টের পাই নাই। কিন্তু কালকে সকাল থেকে সব শেষ হয়ে যাবে মনে হয়। প্রত্যেকদিন বিকাল পর্যন্ত ক্লাস, এও কি সহ্য হয়! তারপরেও শেষ স্যারগো জ্বালা প্রত্যেকদিন কুইজের জন্য প্রস্তুত থাকা। তা কুইজের প্রিপারেশন নিতাম না কিন্তু কোন কোন স্যার আবার কুইজ খারাপ দিলে ক্লাসের মধ্যে অপমান করে। আবার কেউ কেউ পড়া ধরে, না পারলে সারা ক্লাস দাড় করায় রাখে।

সেইদিন তো হার্টফেলই করতাছিলাম। ঘপাত যারে আমরা যমের মতন ভয় পাই পড়াইতে পড়াইতে যেই আমার বেঞ্চের পাশে খাড়ালো স্যারের ফোন বেজে উঠল। স্যরের ফোনের রিংটোন আমার ফোনের রিংটোন একই। আমি আতঙ্কিত হয়ে ভাবলাম কি ব্যাপার আমি রিংটোন অফ করি নাই এমন সময় স্যার বলল, সরি। তখন বুঝলাম ফোন বাজছে স্যারের।

এ কি কোন জীবন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।