আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের পর যন্ত্রণার অফিস...



লম্বা ছুটির পর অফিসে ফিরে অনেকেই স্বস্তি বোধ করছেননা। কেউ কেউ বেশ অসুবিধায় পড়ে গেছেন, কিছুতেই ভালো লাগাতে পারছেননা। অফিসে ভালো লাগাতে নিজে কিছু কারন খুঁজে পাবার চেষ্ট করি সববছরই। বেশ কাজে লাগে। অফিসে থাকার এই কারন/এ্যাডভানটেজগুলো শেয়ার করছি সবার সাথে।

যদি কারো কাজে লেগে যায়... তবে সবার জন্যে সবগুলো কারন প্রযোজ্য হবেনা। যারা এমনিতেই অফিস উপভোগ করেন তারাতো এমনিই বেঁচে গেলেন। অফিসে থাকলে: ১. বউএর ক্যাচক্যাচানি শোনা লাগেনা ২. বাচ্চা-কাচ্চা ঘাড়ের উপর ২৪ ঘন্টা লাফালাফি করার চান্স নাই ৩. অনেক ফুটফরমাশ এড়িয়ে চলা যায় ৪. যাদের কিছু ধোয়াধুয়ি করা লাগে তাদেরতো কথাই নেই ৫. পাশের বাড়ীর হাইভলিউমে জঘন্য মিউজিক শোনা লাগেনা ৫. ক্যাজুয়াল লিভ্ জমা হয় অযথা খরচ না হয়ে ৬. অফিসে চামে মুভিও দেখা যায় ৭. অফিসের সময়ে বিনা পয়সায় ব্লগিং করা যায়। নিজেদের মত করে আরো কিছু পজিটিভ কারন খুঁজে বের করে ডেস্কের পাশে ঝুলিয়ে রাখতে পারেন। কাজে লাগবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.