আমাদের কথা খুঁজে নিন

   

সবচে অসহ্য লেগেছে ফারুকীর 'ওয়েটিং রুম'...



একটা জিনিস ঠিক বুঝি না, টিভিতে এই যে এত এত বিজ্ঞাপন...এগুলো দেখে কে? এক চ্যানেলে বিজ্ঞাপন শুরু হলে ছুটি অন্য চ্যানেলে...তাহলে !!! বেশ টিভি দেখা হলো ক'দিন। কোটি কোটি নাটক আর শতেক খানেক টি ফ্লিম। একই মুখ ঘুরে ফিরে কয়েক চ্যনেল। সবচে অসহ্য লেগেছে ফারুকীর 'ওয়েটিং রুম'। এইটা কি কিছু হইছে !!! লোকটারে কি ষ্টারডমে পেয়ে বসলো নাকি।

পাবলিক কি এতই হাদারাম নাকি যে জনপ্রিয় নিমাতারা যা বানাবেন তাই খাবে !! এবারের ইত্যাদি ও বোধহয় অনেকের প্রত্যাশা পুরন করতে পারেনি। অবশ্য বেচারা সংকেতের কাছে আর কত চাইবো আমরা। উনি তো অনেকদিনই সাভিস দিলেন! নতুন নিমাতাদের অনেকের কাজ ভালো লেগেছে। মেজবাউর রহমান সুমন, মাসুদ হাসান উজ্জল, অলিমেশ আইচ, আশরাফী মিঠু তাদের মধ্যে উল্লেখযোগ্য। 'আহা' ভালো লেগেছে।

ওয়েল কাম ব্যাক খালেদ খান। আরো তো দুই এক দিন বাকী...দেখি কি দেখা যায় !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।