আমাদের কথা খুঁজে নিন

   

ফিফটি ফিফটি নয় টোয়েন্টি টোয়েন্টি

My mail address : shuvroparvez@yahoo.com

এই টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ দেখার পর ক্রিকেটের স্বাদই যেন আমার কাছে বদলে গিয়েছে। জানি না আগে একদিনের ক্রিকেট যেমন উপভোগ্য ছিল , এখন আর তা মনে হবে কি না। টেস্টের কথা তো ছেড়েই দিলাম। ভারতের সমর্থক হিসাবে ফাইনাল আমার কাছে ছিল চরম উপভোগের এবং উত্তেজনার ম্যাচ। অন্যদেও কাছে কেমন লেগেছে , তা অবশ্যই জানাবেন ।

গত বিশ্বকাপ ক্রিকেট -ওয়েস্ট ইন্ডিজ - আমার কাছে ততটা ভাল লাগে নি, যতটা এবার লেগেছে। আরও ভাল লেগেছে ফাইনালে অস্ট্রেলিয়াকে না দেখে। গত তিনটি বিশ্বকাপের ফাইনাল গুলো ছিল একচেটিয়া অস্ট্রেলিয়ার। মনে হতো ক্রিকেট তাদের নিজেদেও সম্পদ। মনে হতো যেন, অস্ট্রেলিয়া এলেন , দেখলেন এবং জয় করলেন ।

তার চেয়ে ক্রিকেটের মত অনিশ্চযতা এবং উত্তেজনার খেলায় এই ই ভাল । অনেক ভাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।