আমাদের কথা খুঁজে নিন

   

শঙ্কা মিথ্যে হোক

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। রক্ত পুড়িয়ে ঘাম বানিয়ে যারা সুতা কাটে, মেশিন ঘোরায়, গরম ছ্যাক দিয়ে কাপড় সোজা করে, ফিনিশিং করে সায়েবদের পরণ উপযোগি ব্র্যান্ডের দোকানে পৌঁছাতে সহায়তা করে সেই তৈরি পোশাক শ্রমিকরা বড় বেশি জীবন-সঙ্কটে। এমন ঝুঁকির বিরুদ্ধে কথা বলে ক্ষমতায় আসা মহাজোট সরকারের সময় নিখোঁজ হয়েছে শ্রমিক নেতা আমিনুল। তার সন্ধান মেলেনি।

সরকার নিজেদের কোমারে অনেক শক্তি আছে, এটা প্রমাণ করতে চায়। তাই তারা সাভারের ঘটনায় বিদেশি উদ্ধার সহায়তা নেয়নি। ফায়ার সার্ভিসের কর্মী ও তাদের সাথে সাধারণ স্বেচ্ছাসেবিরা মিলে এবারের উদ্ধার কাজ করেছেন। সেনা বাহিনীর তদারকিতে কাজটা হচ্ছে কেবল। এখনো শেষ হয়নি।

সেনা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছিল একটি প্রাণের স্পন্দন থাকা পর্যন্ত তারা উদ্ধার কাজ করবেণ। কিন্তু আমরা দেখলাম রোববার রাতেই তারা ভারি যন্ত্রের ব্যবহার শুরু করেছেন। নয়তলা ভবনের মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। কিন্তু তার আশ্রয় দাতা, যার মদতে সেই রানা এতটা বেড়েছে, তার কোনো শাস্তি হবে না, এটা প্রায় নিশ্চিত। রানাও ছাড়া পাবেন, পরিস্থিতি সামলে উঠলে।

তাজরিনে অগ্নিকাণ্ডের পর কয়েকদিন মিডিয়া গরম, সরকার গরম, প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। তারপর সব শেষে। এবারো তাই হবে বলে অনেকেরই শঙ্কা। তবে সেই শঙ্কা মিথ্যে হোক, এবারের শ্রম দিবসে এমন প্রার্থনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।