আমাদের কথা খুঁজে নিন

   

সিডনীতে এতো বাঙালী ছাত্র যে রীতিমতো মনে হয় যেন বাংলাদেশে আছি।

জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি

http://www.mnalamfarid.com For online TV: http://www.mnalamfarid.com/friends লেকেম্বা এলাকায় বাঙালী দোকান আছে প্রায় দশ/বারোটা। এতো অধিক বাঙালী দোকান কোন একক এলাকায় আর নেই বলে মনে হয়। প্রতি দিন কোন না কাজে অকাজে তাই এক বার ঢু মেরে আসতে ইচ্ছে হয়। আড্ডাবাজ বাঙালী আড্ডা ছাড়া কি চলে ভাই। কি খেতে ইচ্ছা হয় আপনার - সবকিছুই পাওয়া যায় লেকেম্বায়। কিছু দিন আগে হয়ে গেল বিশাল বড় মাল্টিকালচারাল উ৭সব। একে বলা হয় হলডেন স্ট্রিট ফেস্টিবল। এতো গেল লেকেম্বা। আরও তো বাকি রইল রকডেল, মেরিকভিল, ক্যাম্পসির কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।