আমাদের কথা খুঁজে নিন

   

আচরণটাও হোক মানবিক

দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! আজ তিনটা লাশ পড়লো রাস্তার ঢালে গতকাল একটা মেয়ে ধর্ষিতা হলো চলন্ত বাসে ! আজ ঢাকা, কাল মানিকগঞ্জ, পরশু টাঙ্গাইল বলি হচ্ছেটা কী, যাচ্ছিটা কই ? আমি হায়েনার হিংস্রতায় নিরাপদ বোধ করতে চাচ্ছি না আমি করতে পারিনা ! লাল-রক্ত, কাম-রক্ত, বহমান বীভৎসতা আমি ভয় পাই, আমি ভয় পাই চোখ বন্ধ হয়ে আসে আড়ষ্টতায় ! অতটা ক্ষমতা কিংবা সাহস ঈশ্বর দেননি আমায় আমি হায়েনার হিংস্রতায় নিরাপদ বোধ করতে চাচ্ছি না আমি করতে পারিনা ! ধর্ষিতা বোনের লাল-রক্ত, কাম-রক্ত আমায় আঁতকে দেয়, আমি কুঁকড়ে উঠি আমি কুঁকড়ে উঠি ! চোখ বাঁধা গুলিবিদ্ধ লাশ কিংবা কাটা মুণ্ডু আমায় আঁতকে দেয়, আমি কুঁকড়ে উঠি আমি কুঁকড়ে উঠি ! আজকাল রেল লাইনের পাশ দিয়ে বয়ে চলা ইট-কাঠ-কংক্রিটের এ শহরে আমি বড় ভয়েই আছি আমি থাকি... কোনো একদিন কী এভাবে আমিও...? চোখ বন্ধ হয়ে আসে আমার আড়ষ্টতায় ! হায়েনার হিংস্রতায় আমি নিরাপদ বোধ করতে চাচ্ছি না আমি করতে পারিনা ! অতটা ক্ষমতা কিংবা সাহস ঈশ্বর দেননি আমায়... আজকাল শুধুই আমার ভেতর থেকে বিড়বিড় করে কে যেন অনবরত বলে যায়, যাচ্ছে- মানুষের আচরণটাও হোক মানবিক আচরণটাও হোক মানবিক ! ২৫ জানুয়ারি ২০১৩ সন্ধ্যে, উত্তরা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.