আমাদের কথা খুঁজে নিন

   

ফরম্যাট করতে ভয় হয় - (ক্লোজআপহাসি)

আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব। যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........

আমি কম্পিউটার ব্যবহার করছি অনেক দিন যাবত। কিন্তু এখনও প্রয়োজনে হার্ডডিস্ক (C) ফরম্যাট করতে পারিনা। পারিনা বলতে আসলে বুঝাচ্ছি ভয় হয়। প্রতিবারই একজনকে সাথে রেখে ফরম্যাট করি।

এপর্যন্ত অনেকজনকেই বিরক্ত করেছি এই ব্যাপারে। কেউ একটু এড়িয়ে যেতে চাইলে মন খারাপ হয়। কিছুদিন ধরে ভাইরাসের কারনে অনেক সমস্যা হচ্ছে। সয়ংক্রিয় ভাবে আমার ইয়াহু মেসেন্জারে এ্যাড করা সবার কাছে অদ্ভুত ভাষায় লিংক সহ ম্যাসেজ চলে যায়। যা কিনা খুবই অস্বস্তিকর।

কোন ভাবেই এই অবস্থা থেকে মুক্তি না পেয়ে আজ ঠিক করলাম সি ফরম্যাট করবো। কিন্তু একজনকে তো সাথে রাখা লাগবে। অনেককে বলেও আজ কাউকে পেলাম না। অগ্যতা কি আর করা, মন খারাপ করে নিজেই শুরু করব চিন্তা করলাম। একটু ভয় ভয় লাগছিল।

তারপরও শুরুকরে দিলাম। ভয় লাগার কারন হচ্ছে, একবার প্রায় ৩/৪ বছর আগে সি ফরম্যাট করতে গিয়ে পুরা হার্ড ডিস্ক এর পার্টিশন ভেঙ্গে ফেলেছিলাম। আমার অতি মুল্যবান ডাটা ছবি ইত্যাদি চিরতরে হারিয়ে ফেলেছিলাম। (আম্মাআআ) তাই আর রিস্ক নিতে চাইতাম না। যাইহোক সি ফরম্যাট করবো এমন সময় আমাদের ৬ তলার এক ছোট ভাই আসল একটা সিডি নিতে।

ওকে পেয়ে যেন আকাশের চাঁদ পেলাম। এবার ও করে দিল। আমি ঠিকমত দেখে রাখলাম। ভবিষ্যতে আর কাউকে হয়ত লাগবে না ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.