আমাদের কথা খুঁজে নিন

   

অপার বাস্তব

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

এক রাতের ঘটনা, আমি টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ভারত এবং পাকিস্তানের খেলা দেখতে দেখতে ক্লান্ত। ঘুম ঘুম চোখে খেলা দেখা চালিয়ে যাচ্ছিলাম। কখন জানি আমার চোখ বুজে গেছে, বুঝতে পারছি.... আমি তন্দ্রাচ্ছন্ন অবস্হায় নৌকার ছইয়ের ভেতরে শুয়ে আছি, নৌকা ঢেউয়ের তোরে দুলছে, আর আমি ঘুমিয়ে যাচ্ছি, আমার সাথে নিশ্চয়ই কেউ আছে, মনে হচ্ছে সে কাছেই কোথাও আছে। আচ্ছা, -নৌকার গুলুইতে কে বসে আছে? আমি তাকে চিনি, সে আমার অনেক আপন। নৌকার উপর নদীর বড় বড় ঢেউ তখন আছড়ে পড়ছে, আমি তার দিকে ভীত চোখে তাকিয়ে আছি। যদি সে পানিতে পড়ে যায়, আমি কি পারবো তাকে বাঁচাতে ? আমার দিকে তাকিয়ে সে মৃদু হাসলো, আমার ভয় আরও প্রকট হলো। _______________________ (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।