আমাদের কথা খুঁজে নিন

   

আমি দিগন্ত হতে চেয়েছিলাম. . . . . .

ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো আমার যেখানে যাওয়ার কথা ছিলো আমি সেখানে যেতে পারিনি সে পথ চলে গেছে অজানায়। আমার যা কিছু পাওয়ার কথা ছিলো আমি তার কিছু পাইনি সে পাওয়া চলে গেছে আমার তটিনীর তট ঘেষে। যে নদীতে আমি স্নান করবো বলে নিজকে করেছিলাম অবগাহন সে নদী এখন বিস্তর মরুভূমি। আমি অঝোর শ্রাবণ হতে চেয়েছিলাম। শ্রাবণ আমার চোখে বসতি গাড়ে অহর্নিশ। আমি আকাশের কাছে দিগন্ত হতে চেয়েছিলাম, আকাশ বলল তোকে দিলাম স্বাধীনতা, আমি আকাশের মতো স্থির হতে পারিনি। আমি উড়ে বেড়াই,আমি ঘুরে বেড়াই আকাশ থেকে আকাশে মহাকাল থেকে মহাকাশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।