আমাদের কথা খুঁজে নিন

   

পোশাক কর্মীদের সহায়তায় জেনেভায় বৈঠক

বুধবার বিবিসি জানিয়েছে, ওই বৈঠকে গত এপ্রিলে রানা প্লাজা ধসে হতাহতদের সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ওই ভবন ধসে এক হাজার একশ’র বেশি মানুষ নিহত ও আড়াই হাজারের বেশি আহত হয়।
বৈঠকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিয়েও আলোচনা হবে বলে বিবিসি জানায়।
গ্লোবাল ট্রেড ইউনিয়ন ইন্ডাস্ট্রিঅল সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর দুই দিনের এই বৈঠক আহ্বান করেছে।
সি অ্যান্ড এ ও প্রাইমার্কের মতো পশ্চিমা অনেক খ্যাতনামা পোশাক ব্যবসায়ী প্রতিষ্ঠান ওই বৈঠকে যোগ দেবে বলে আয়োজকরা জানিয়েছেন।

তবে ওয়ালমার্ট ও ম্যাঙ্গোর মতো অনেক প্রতিষ্ঠান এ ব্যাপারে আগ্রহ দেখায়নি, যদিও এ দুটি প্রতিষ্ঠানই রানা প্লাজা থেকে পোশাক সংগ্রহ করতো।
আয়োজকরা বলছেন, নিহত পোশাক শ্রমিকদের পরিবারগুলোকে সহায়তার জন্য যথেষ্ট সময় পার হয়েছে।
অবশ্য বিবিসির জেনেভা প্রতিনিধি বলেন, অনেক বড় বড় প্রতিষ্ঠান জেনেভা বৈঠকে যোগ দেবে বলে জানালেও তারা কী পরিমাণ সহায়তা দিতে প্রস্তুত তা জানায়নি।
রানা প্লাজা ধসের পর বাংলাদেশি পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা শুরু হয়। এরইমধ্যে গত জুলাইয়ে ৭০টি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান পোশাক কর্মীদের কর্মপরিবেশের মান উন্নয়নের লক্ষ্যে এদেশের পোশাক কারখানা পরিদর্শনের একটি পরিকল্পনায় সম্মতি দেয়।


বর্তমানে পোশাক রপ্তানিতে চীনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.