আমাদের কথা খুঁজে নিন

   

***চর্চা চলে হরেক রকম -১***

বন্ধ জানালা, খোলা কপাট !

আমাদের বন্ধু খোকন । পিচ্চি খোকন নয় । রীতিমতন দাঁড়ি-গোঁফ কামানো বুড়ো খোকন । ভারী কাচের পাওয়ারী চশমা চোখে দিয়েও মেয়ে জাতির দিকে সরাসরি তাকাতে পারেনা, হাঁটু কাপে ! পারবে কোণ্থেকে ; ওকেই আমরা লেডিস ডাকি ! আমাদের ধারণা, পৃথিবীর সেরা দশজন ভীতুর তালিকায় অবশ্যই ওর নাম থাকবে । থাকা উচিত ।

ওর মাঝে মেয়েলীভাব প্রকট । মেয়েদের মত টেনে টেনে ন্যকামী করে কথা বলা ওর অভ্যাস । 'যাহ্‌...লজ্জায় মরে যাই !'....'তোরা যে কি...!' এ জাতীয় কথা ওর মুখে লেগে থাকে হরদম (আসলে স্বেচ্ছায় আমাদের বিনোদিত করে) ! বন্ধু মহলে খোকনকে খুকী নামেই ডাকি আমরা । আমাদের দুষ্টের শিরোমণি বন্ধু ফিরোজ প্রায়শ ওকে বলে-'খুকী ! খুকী ও কাঠবিড়ালী আবৃত্তি করোতো শুনি !' কোন কোন সন্ধ্যায়, তুখোড় আড্ডায় খোকনের উদ্দেশ্যে ফিরোজ বলে- 'খোকনসোনা; লক্ষিবাবু ! পড়ার সময় হলো যে । যাও পড়তে বসো গিয়ে !' খোকনের অবস্থা হয় তখন দেখার মত ।

তো খোকনের এহেন মেয়েলী আচরণকে আমরা নাম দিয়েছি- "মেয়েলী চর্চা !" হ্যাঁ,চর্চা । আমাদের সবার ভেতর বাইরে চর্চিত হচ্ছে নানা কিসিমের চর্চা । শরীর চর্চা, সঙ্গীত চর্চা, পরচর্চা ( একান্তই নিজেদের সম্পদ ভাবিয়া স্ত্রীলোকেরা ইহা করিয়া থাকেন !) জ্ঞান-বিজ্ঞান চর্চা,খেলাধুলা চর্চা, রাজনীতি চর্চা,অনধিকার চর্চা, ইত্যাদি ছাড়াও আরো কতক মজার চর্চা বিষয়ে আগামী পর্বে আলোকপাতের খায়েশ রাখি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.