আমাদের কথা খুঁজে নিন

   

সাময়িক বিদায় (আড়াই মাস)

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

আমার ভেতরে একটা রাক্ষস থাকে - যে সময়ে অসময়ে উঁকি দেয়। তার জ্বালায় অনেক কিছু করেছি। তার ক্ষিদেও অনেক রকমের। চেষ্টা করেছি জিনিসটাকে বের করে ফেলতে, কাজ হয় নি।

কিছুদিন চুপ থেকে আবার লাফালাফি শুরু করে। পরীক্ষার আগের রাতে বের হয়ে বায়না ধরে আইসক্রিম খাওয়ার জন্য। আয়নার মেয়েটাকে ভালো না লাগলে ঠেলে জল বের করে দেয় চোখ থেকে। মন খারাপ করে চিপস, চকলেট যা কিছু আছে, সবকিছুতে হাত দিতে বলে। ফিসফিসিয়ে নিয়ম ভাঙতে বলে।

রাক্ষসটাকে বেঁধে রাখার পরিকল্পনা করছি। একমাস, তারপর ছয় সপ্তাহ - একেবারে এস এস সি পর্যন্ত। নিজের ওপর শক্ত হতে হবে। হতেই হবে। শুরু করেছি অনেকবার, ধরে রাখতে পারি নি কখনও।

কিন্তু এবার যে পারতেই হবে আমাকে! কতগুলো পরিবর্তন আসছে জীবনে, তৈরি হতে হবে না? পারিবো না এ কথাটি বলিবনা আর, পারিতে হবে যে একবারেই এইবার। বি:দ্র: সবাই ক্ষিদেটাকে পেটের ক্ষিদে ভাবছে কেন? মনের ক্ষিদেও তো আছে... অনেক রকমেরই!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।