আমাদের কথা খুঁজে নিন

   

হটাৎ বজ্রপাতের মতো...



অনেক্ টা হটাৎ করেই ওর সাথে দেখা, যেন বজ্রপাতের সময় রাস্তা খূঁজে পাওয়া – বনের মধ্যে । আমি হেঁটে যাচ্ছিলাম টি,এস,সি, থেকে ফুলার রোডের দিকে – বিভ্রান্ত, অন্যমনস্‌ক্যভাবে । যেন পৃথিবীতে এসেছি কোনো কারণ ছাড়া – ঘুরতে, দেখতে, অনুভব করতে, কিন্তু কোনো কিছু পেতে নয় । নিঃস্ব হয়ে আবার ফিরে যাব – কোথাই ? তাও জানিনা । হটাৎ, যেন সৃষ্টিকর্তা অথবা প্রকৃতির কল্যানে অথবা নাস্তিকের কাছে বিসৃঙ্খলভাবেই – তুমি আমার সামনে পরলে, নাকি আমিই পড়লাম তোমার সামনে, দুড়ুম করে – বাজের মত ।

কোন শব্দ হয়নি । কিন্তু তালা লেগে গেছে কানে, চোখে, মুখে, চিন্তায়, চেতনায়, অস্তিত্বে । আমি চেয়ে থাকলাম অপলকদৃষ্টিতে । তুমি বোধহয় বিরক্তই হলে – এভাবে কেউ তাকাই ? কিন্তু আমার তো কিছু করার নাই, আমিতো একজন অভাগা পুরুষ – যার ভাগ্যে লেখা আছে তোমার সামনে আত্মসমর্পণ । তুমি ভ্রুকুতি করে চলে গেলে, আমাকে আবার সেই আগের পৃথিবীতে ফেলে ।

ওহ, না! এখন বোনাস হিসেবে যোগ হয়েছে তোমার কষ্টোকর কল্পনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.