আমাদের কথা খুঁজে নিন

   

হাদীস পড়ি - জীবন গড়িঃ রমজ়ান ও রোজ়া সংক্রান্ত - ৮

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

রমজ়ান ও দানশীলতা . . . আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস (রাদি আল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু আলায়হি ওয়া-সাল্লাম) ছিলেন লোকদের মধ্যে সবচেয়ে বেশী দানশীল। রমজ়ানে জিব্রীল (আঃ) যখন তাঁর সাথে সাক্ষাত্‌ করতেন তখন তাঁর দানশীলতা আরো বেড়ে যেতো। রমজ়ানের প্রতি রাতে জিব্রীল (আঃ০ তাঁর সাথে সাক্ষাত্‌ করতেন এবং তাঁকে (সঃ) কুরআন শেখাতেন। আর জিব্রীল যখন তাঁর সাথে সাক্ষাত্‌ করতেন তখন তাঁর দানশীলতা বৃষ্টি আনয়ঙ্কারী বাতাসের চাইতেও বেশী কল্যাণকর হয়ে উঠত। ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন আর ইমাম আন-নাওয়ায়ী তাঁর রিয়াদুস-সালেহীনে এটি উদ্ধৃত করেছেন। হাদীস নং ১২২২। ছবিঃ মসজিদ কিবলাতাইন - সউদী আরব (সৌজন্যে ইসলাম অনলাইন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।