আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের রুবাইয়াৎ--২য় কিস্তি

জনক কিংবা পিতাকে নিয়ে প্রশ্ন তোল না// যে মায়ের আঁচলে ভাত খাওয়া হাত মুছেছি, কোনোদিন এই আমি তার সামনে দাঁড়াতে পারব না।// (নজরানাঃ জাতির জনক শেখ মুজিবকে)

১। প্রেমের শহরে কোনো পশু-পাখি নেই কোটা-বাড়ি ইট-কাঠ নেই তো মোটেই প্রেমের শহরে আছে মোহ-দ্বিধা-ভয় কাঠের কুড়াল মারা একটি হৃদয়। ২। নদীতে আকাশ দেখি তোমাতে আমায় মনেতে ভরেছে প্রেম কানায়-কানায় তোমাকে আকাশ ভাবি ভাব মোরে নদী মিলে হবো একাকার তোকে পাই যদি । ৩। প্রেমের আলাপ হয় এখন সেলফোনে হয় না কখনো কথা দু-টি মনে মনে তাই তো প্রেমের কথা সত্য নয় মিথ্যে বিশ্বাস রাখতে পার এ-পরম সত্যে । ৪। কবিতাও প্রেম বুঝে --প্রেমের সময় বুকের পাজরে বাঁধা প্রেমিক হৃদয় কবিতা প্রেমিকা হয় কবিরা প্রেমিক বোধের খেয়ায় চড়ে প্রেমের নাবিক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.