আমাদের কথা খুঁজে নিন

   

খোকাবাবু তৃতীয়



খোকাবাবু কোথাথেকে এল, সেটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। বাবু আমাকে অনেক প্রশ্ন করেছে। কিন্তু আমার প্রশ্নগুলি মনে হয় শুনছেইনা। মাঝে মাঝে শোনা কথাগুলি, ধীরে ধীরে খোকার অচিনপূড়ী আমার কাছে উম্মুচিত করছিল। আমার বিমানটি দেখে ( বিমানটির ছবি আঁকবনা, কারন আমার জন্য কাজটা খুব কঠিন) খোকা বলল: এটা কি জিনিস! এটা কোন যেন তেন জিনিস নয়।

এটা উড়তে পারে। আমার বিমান এটা। খুব গর্বের সঙ্গে বললাম। আমি একজন বৈমানিক, যে কিনা উড়তে পরে। সে তখন বলল: কী! তুমি আকাশ থেকে পড়েছ! হ্যাঁ।

আমি বিণয়ের সঙ্গে বললাম। হ্যাঁ, সেটা মজার বটে। খোকা হেসে খুন। আমি খুব বিরক্ত হচ্ছিলাম। আমার দূর্ঘটনাটা একটা হাসি তামাসার ব্যাপার? সে বলে যাচ্ছিল: তুমিও তাহলে আকাশ থেকে পড়েছ।

কোন গ্রহ থেকে এসেছ তুমি? আমার বোধোদয় হল তার প্রশ্ন শুনে। কৌতুহল সংবরন করতে পারলামনা। বললাম: তুমি তবে ভিন গ্রহের মানুষ? কিন্তু খোকা কোন জবাব না দিয়ে বরং আমার হাওয়াই যানটি আগ্রহভরে দেখতে লাগল। তোমার অদ্ভূত যন্ত্রটি দেখেই বোঝা যায় যে, অনেক দূর থেকে তুমি আসনি। মনে হল গভীর সপ্নে ডুবে গেছে খোকাবাবু।

তারপর পকেট থেকে আমার এঁকে দেয়া ভেড়ার ছবিটা বের করে তার দিকে এমন ভাবে তাকাল যেন, কুড়িয়ে পাওয়া কোন হীরের টুকরো। বুঝতেই পারছ, তার 'ভিন গ্রহ' আমাকে ভীষণ চিন্তিত করছিল এবং আমি খুব জানতে চাচ্ছিলাম তার রহস্য: কোথা থেকে এসেছ খোকা, কোথায় তোমার ঘড়, আর এই ভেড়ার ছবিটা নিয়ে যাবেইবা কোথায়? কিছুক্ষন নীরবে চিন্তাকরে সে জবাব দিল: তুমি যে বাকসটি এঁকেছ, সেটা খুব ভাল। ভেড়াটি রাতে এটা ঘর হিসাবে ব্যবহার করতে পারবে। অবশ্যই! যদি দুষ্টমি না কর তাহলে তোমাকে দড়ি এঁকে দেব। যাতে দিনের বেলায় ভেড়াটি বেধে রাখতে পার।

তার সাথে একটা খুটাও দেব। প্রস্তাবটা শুনে খোকা রেগে গেল। বেধে রাখবো! কি অদ্ভুত চিন্তা! বেধে না রাখলে তো ভেড়াটা চলে যাবে কোথাও। খোকা আবার খিল খিল করে হেসে উঠল। কিন্তু যাবেটা কোথায়? যেখানে ইচ্ছে, যে কোন জায়গায়, সোজা চলে যেতে পারে।

খোকা এবার গম্ভীর হল। সেটা কোন সমস্যা নায়। আমার বাড়িতে সবকিছুই খুব ছোট। এবং একটু কঠিন ভাবেই বলল: সোজা পথে চলে, অনেক দূর যাওয়া যায় না। চলবে....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।