আমাদের কথা খুঁজে নিন

   

হাদীস পড়ি - জীবন গড়িঃ রমজ়ান ও রোজা সংক্রান্ত-৪

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

আবূ হুরারায়রা (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ্‌ (সঃ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্‌র পথে একটি জোড়া (কোন জিনিস) দান করবে তাকে জান্নাতের দরোজ়া থেকে এই বলে ডাকা হবে, "হে আল্লাহ্‌র বান্দা, এই যে এই দরোজ়াটি তোমার জন্য ভাল। কাজেই নামাজ়ীদেরকে নামাজ়ের দরোজ়া থেকে ডাকা হবে। মুজাহিদদেরকে ডাকা হবে জিহাদের দরোজ়া থেকে। রোজ়াদারদেরকে ডাকা হবে রাইয়ান (তরতাজা) নামক দরোজ়া থেকে।

সদকাদাতাদের সদকার দরোজ়া থেকে। " (রসূলুল্লাহ্‌র (সঃ) মুখ থেকে এ কথা শুনে) আবূ বকর (রাঃ) বললেন, "হে আল্লাহ্‌র রসূল! আমার বাপ-মা আপনার জন্য কুরবান হোক! কোন ব্যক্তিকে কি ঐ সবগুলো দরোজ়া থেকে ডাকা হবে, যদিও তার কোন দরকার নেই?" জবাবে তিনি বললেন, "হ্যাঁ। আর আমি আশা করি তুমি তাদের অন্তর্ভূক্ত হবে। " বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। [ইমাম আন-নাওয়ায়ী তাঁর রিয়াদুস-সালেহীনে হাদীসটি উল্লেখ করেছেন - হাদীস নং ১২১৬] নোটঃ রোজ়াদারদের জন্য বিশেষ দরোজ়া রাইয়ানের ব্যবস্থা করবেন আল্লাহ্‌, যা একটি বিশেষ মর্যাদা তাদের জন্য।

আর এ হাদীসে আবূ বকরের (রাঃ) উন্নত মর্যাদারও উল্লেখ রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।