আমাদের কথা খুঁজে নিন

   

হাদীস পড়ি - জীবন গড়িঃ রমজ়ান ও রোজা সংক্রান্ত-৩

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

রোজ়ার ফজ়ীলত ========= আবূ হুরায়রা (রাঃ) বর্ণনা করেছেন যে, আল্লাহ্‌র রসূল (সঃ) বলেছেনঃ আল্লাহ্‌ [আজ়জ়া ও জাল্ল] বলেছেন, "আদম সন্তান যে আমলই করে তা তার নিজের জন্য, শুধু রোজ়া ছাড়া। তা আমার জন্য আর আমিই তার প্রতিদান দিব"। রোজ়া ঢাল স্বরূপ। সুতরাং তোমাদের কেউ যখন রোজ়া রাখে সে যেন দিনের যৌন সঙ্গম না করে এবং নিজের আওয়াজ় উঁচু না করে। আর কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে তবে সে যেন বলে 'আমি রোজ়াদার, আমি রোজ়াদার।' সেই সত্ত্বার শপথ, যার হাতে মুহাম্মদের (সঃ) প্রাণ! রোজ়াদারের নিশ্বাসের দুর্গন্ধ কিয়ামতের দিন আল্লাহ্‌র কাছে মিস্‌কের চেয়েও প্রিয় হবে। রোজ়াদারের জন্য রয়েছে দু'টো খুশী - যে যখন রোজ়া খোলে [ইফতার ও ঈদের দিন] তখন সে আনন্দিত হয়, আর অন্যটি হলো যখন সে তার রব্বের সাথে মিলিত হবে তখনও সে রোজ়ার জন্য আনন্দিত হবে।" বুখারী [হাদীস নং ১৯০৪] ও মুসলিম [হাদীস নং ১১৫১]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।