আমাদের কথা খুঁজে নিন

   

ফখরুদ্দিন সাহেব, আপনি ভয় পাবেন না।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

ফখরুদ্দিন সাহেব, কালের মলিন রেখায় আপনি যদি রাখতে চান কোন রেখা তবে আপনাকে ভূলতে হবে ভয়ের দেখা। মান আর জানের চেয়ে বড় এ দেশ, এ সবুজ রক্তাক্ত পতাকা এই সেই সব রক্তখেকো দরবেশ, যারা ভাষন দিয়েছে মিষ্টির আর ফাঁদ পেঁতেছে মারনাস্ত্র বোমা বৃষ্টির, এরাই দেশকে করেছ শেষ, এরা ভন্ড দেশ প্রেমিক সন্দেশ আপনি এদের বিচার করুন, এদের গলে দেন শেকলের মাল্যবেশ। আপনি সত্যের পথে থাকুন অবিচল, আপনি দূর্নীতি দমনে পদ ফেলুন চঞ্চল। যেভাবে নিঃশেষ হয়ে সিপাহী কামাল রক্ষা করেছে দেশের মাটি যেভাবে পাগল হয়ে মরণের পথে তরুন প্রান গিয়েছিল হাটি ঠিক সেভাবে না পারেন, তার কাছাকাছি, আপনি সঠিক বিচার দিবেন সাধারন মানুষকে, সঠিক পাওনা বুঝিয়ে দেবেন, সে সব অমানুষদের, যারা মাতৃভুমির মাটি বেঁচে বাড়ি গড়েছে মার্বেল পাথরের, যারা ছাত্রদের হামলায় ঠেলে ফায়দা লুটে আদরের, তাদের সে সমস্ত নেতাদের যারা রক্তের বদলায় জাতিকে দিয়েছে প্রসাব সে সমস্ত শিক্ষকদের যারা মেধা-শান্তির বদলে বাতলে দেয় হাঙ্গামার প্রস্তাব, সে সমস্ত জাতি ধ্বংসকারী চক্রান্তের পায়ে আপনি পড়ান বেড়ী প্লিজ, এখনই সময়, করবেন না আর দেরী। অনুরোধ উপড়ে ফেলুন সে বিষদাত যা আগামীর সবুজ পতাকায় বসাবে পঙ্গপালের মরন ছোঁয়া। ভেঙ্গে ফেলুন সে সমস্ত দিয়াশলাই কাঠি যা জাতির আশু সুরক্ষায় ঢালবে আগুনের কাজল ধোঁয়া। প্লিজ, অনুরোধ ফখরুদ্দিন সাহেব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.