আমাদের কথা খুঁজে নিন

   

পেশাজীবীদের জন্য প্যানাসনিকের টাফপ্যাড

প্রযুক্তিপণ্য নির্মাতাদের সম্মেলন ‘আইএফএ বার্লিন ২০১৩’-এ ট্যাবলেটটির বিভিন্ন ফিচার দেখিয়েছে প্যানাসনিক। উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের টাফপ্যাডটি দিয়ে প্রকৌশলীরা কম্পিউটার এইডেড ডিজাইন (ক্যাড) ও থ্রিডির কাজ করতে পারবেন। এ ছাড়া গ্রাফিক ডিজাইন, স্থাপত্য ও মিডিয়া পেশায় নিয়োজিত পেশাজীবীরা দাপ্তরিক কাজও করতে পারবে বলে জানিয়েছে প্যানাসনিক।
ট্যাবলেটটির স্ক্রিন ৩,৮৪০ বাই ২,৫৬০ পিক্সেল রেজুলিউশনের। এছাড়া ডিভাইসটির সঙ্গে থাকছে টাচ পেন। প্যানাসনিক দাবি করেছে, এটি অন্যান্য ট্যাবলেট পেনের তুলনায় বেশি কার্যকর।
এছাড়া এতে থাকছে ইনটেল কোর আই৫ ভিপ্রো প্রসেসর, ৮জিবি মেমোরি, এনভিডিয়া জিফোর্স গ্রাফিক্স এবং ২৫৬ জিবি তথ্য সংরক্ষণ ব্যবস্থা। পাঁচ পাউন্ড ওজনের ট্যাবলেটটিতে ইউএসবি ৩.০ এবং এসডি কার্ড স্লট, হেডফোন জ্যাক, স্মার্টকার্ড রিডার ছাড়াও ইথারনেট সংযোগ ব্যবহার করা যাবে।
ছয় হাজার ডলার দামে ট্যাবলেটটি নভেম্বরে বাজারে আসবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.