আমাদের কথা খুঁজে নিন

   

হাদীস পড়ি - জীবন গড়িঃ রমজ়ান ও রোজা সংক্রান্ত-২

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

আবূ-হুরায়রা (রাঃ) বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ্‌ (সঃ) বলেছেন, "তোমাদের কেউ যেন রমজানের একদিন বা দু'দিন আগে রোজ়া না রাখে। অবশ্য যারা একটা বিশেষ দিনের রোজ়া রেখে অভ্যস্ত তারা সে সময়ে রাখতে পারে।" নোটঃ বিশেষ দিনের রোজ়ার প্রসঙ্গটা একটু জানা দরকার। তা হলো প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজ়া রাখা সুন্নাহ্‌। তাই কেউ যদি ঐ দু'দিন রোজ়া রেখে অভ্যস্ত হন তাহলে ঐ দু'দিনের কোন দিন যদি রমজ়ানের এক বা দু'দিন আগে হয় তবে তাদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।