আমাদের কথা খুঁজে নিন

   

পোশাকে শরতের রং

শরতের আছে নিজস্ব বর্ণ আর গন্ধ। দেশীয় পোশাক নকশাকাররা শরতের জন্য বেছে নিয়েছেন চারটি রং— সাদা, নীল, সবুজ আর সোনালি। নীল আকাশ, সাদা কাশফুল, সোনালি সূর্য আর সবুজ ফসল।
এ কারণেই শরৎঋতুতে পোশাকের রং আর নকশায় থাকে বিভিন্ন রংয়ের খেলা। পোশাকে থাকে বৈচিত্র্যের প্রয়াস।


পোশাক প্রতিষ্ঠান ‘চরকা’র কর্ণধার জাভেদ কামাল বলেন, “শরৎ মানেই যেন শুভ্রতার ছোঁয়া। নানান রংয়ের ছড়াছড়ি। শরতের আবহাওয়াতেও যেন চলে লুকোচুরি খেলা। এই গরম, যে কোনো মুহূর্তেই শুরু হয় ঝমঝম বৃষ্টি। পাশাপাশি চলছে পূজা উৎসবের আয়োজন।

সবকিছুকে মাথায় রেখে এবার পোশাকে নীল এবং সবুজ রংয়ের কম্বিনেশন করা হয়েছে। ”

পাশাপাশি থাকছে লাল আর কমলার ব্যবহার। শরতের রং হিসেবে এবার কালোও প্রাধান্য দেওয়া হচ্ছে। এর সঙ্গে মেশানো হয়েছে সবুজ রং।
কে-ক্র্যাফটের নকশাবিদ শাহনাজ খানের কথায়, “প্রকৃতির হালকা মেজাজের সহগামী হয়ে মানুষের মনেও লেগেছে হালকা আমেজ।

এ আমেজ ধরে রাখতে আমার মনে হয় হালকা নীল রং অনেক বেশি কার্যকর। আমরা তাই শরতের আয়োজন করেছি হালকা মেজাজের সাদা, নীল, বেগুনি ও সবুজ রংয়ের সমন্বয়ে। ”
শরতের হাওয়ায় প্রকৃতি যেন শিল্পীর তুলির আঁচড়ে আঁকা জীবন্ত এক ক্যানভাস। প্রকৃতির এই ক্যানভাসের অংশ হতে পোশাকের রংটি হওয়া চাই মানানসই।
এড্রয়েট-এর কামরুল হাসান বলেন, “রংয়ের ক্ষেত্রে আমার মনে হয় শরৎ মানেই হালকা কিছু।

আর তাই পোশাকে একেবারেই হালকা নীল ও বেগুনি রং ব্যবহার করেছি। ”
শরতের নীল এবং বেগুনির পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে সাদা, সবুজ, টিয়া, কমলা, হালকা কালো প্রভৃতি রং।
এ আবহাওয়ায় মানুষ একটু হালকা রং বেশি পছন্দ করে। তাই এসব রং ব্যবহার করে শাড়ি, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্টে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

প্রধানত সুতি ও এন্ডি কাপড়ে তৈরি পোশাকগুলোতে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, হাতের কাজ ও এমব্রয়ডারি করা হয়েছে।

রয়েছে মিশ্র মাধ্যমের কাজ। ব্লকের সঙ্গে কখনও অ্যাপলি আবার এমব্রয়ডারির সঙ্গে রয়েছে এপ্লিক বা ব্লকের কাজ। আবার দু-তিন মাধ্যম একসঙ্গে ব্যবহার করা হয়েছে।
শুধু পোশাকেই নয়, ঘরের পর্দা, বিছানার চাদর, বালিশের কভার, কুশন কভারসহ সবকিছুতেই শরতে আমেজ আনার চেষ্টা করা হয়েছে।
চরকা তাদের বিভিন্ন গৃহসজ্জার সামগ্রীতে করেছে দিয়েছে নীল-সাদার সংমিশ্রণ।

কে ক্র্যাফট দেয়ালের বিভিন্ন রংয়ের সঙ্গে মিলিয়ে দরজা-জানালার পর্দা, বেডকভার, সোফার কভারের রং নির্ধারণ করেছে।
 
ছবি কৃতজ্ঞতায় : চরকা

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।