আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রহীর ভ্রান্ত কূল



বিদ্রহীর ভ্রান্ত কূল বেশ কিছুদিন আগের কথা। কাজের ফঁকে একটা সিগারেট ফঁকতে বেড়িয়েছি। দেখতে আমাদের মতই মানে ভারতীয় উপমহাদেশের লোক বলেই মনে হয়। মিউনিখ বি.বি. সিকিউরিটি। চোখাচোখি হওয়ায় কাছে গিয়ে একটু কথা বললাম।

আলাপ একটু জমে উঠতেই বিদ্রহীর কথা উঠল। আফগানিস্থানের মানুষও আমাদের নজরুলকে চিনেন শুনে গর্বিত হলাম। তারপর তিনি বললেণ উর্দুতে অনেকটা এই রকম। রবিন্দ্র নাথ নজরুলকে তার (কবি গুরু রবিন্দ্রনাথের) কাজিনের সাথে বিয়ে দেন। নজরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে।

কিন্তু নজরুলের প্রতিভা যখন গুরুকে ছারড়িয়ে যাচ্ছে তখন ভীত হয়ে নজরুলকে বিষ প্রোগে পক্ষাঘাতে আক্রন্ত করান। এই রকম অনেক শুনেছি। এবং যারা তা বলেন তাদের মত অনেকটা ধর্মের মত। কোন যুকাতি বুধ্বি সে খানে কাজে লাগেনা। এই রকম কোন এক কলেজের বাংলার প্রভাষীকার মতে প্রমিলা কোলকাতার মেয়ে।

এবং কবি গুরুর কোন আত্বীয়া। এটা শুনে আরও বির্মষ লেগেছিল। যানিনা আর কতদিন কত মানুষের মনে এসব ভূল ধারণার মূল গ্রথিত থাকবে। এই ভূল ধারণা গুলো বিষেস করে একটা ধর্মের প্রতি যারা কবিকে টানতে চান তাদের ভেতরই বেশী দেখি। কিন্তু কবিতো সব মানুষের।

জাতি, ধর্ম, বর্ণ এসবের উর্ধে। এবং এজন্যই তিনি কবি। পুতুল


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.