আমাদের কথা খুঁজে নিন

   

লাল কাঁকড়া

যখন যেমন

বাতাসের পিতৃবিয়োগের দিন সকল বসন মুক্ত হয়ে বাগানে হাঁটছিলাম বলে আমার বাঁ'পায়ের কানি আঙুলে যে বেল কাঁটাটি ফুটেছিল সেটি আজ বিকেলে সমুদ্রের দিকে যাবার বেলায় সহসাই বেশ চাড়া দিয়ে ওঠে, যাত্রা না থামিয়ে আমি সৈকতে নেমে ঋতুস্রাবরত একটি লাল কাঁকড়ার হাতে-পায়ে ধরে বলি সে যেন বাতাসপ্রবরের সব ছেলেপুলেকে ধরে এর একটা বিহিত করে, কারণ আমি জানতাম যে বেলগাছ বাতাসের বড়ো ছেলের শ্যালিকা লাগে লাল কাঁকড়া এত ভদ্রজনোচিত আচরণ করল যে আমি মানুষের ভান-ভনিতা কত ভয়ানক তা আলাদা করে দেখতে পারলাম, সে তক্ষুনি প্রতিবেশী বেলগাছের কাছে গিয়ে বলল এই ছেলে সারাজীবন বাতাসকে নিয়ে কবিতা লিখেছে, বড়জোর এর যৌনাঙ্গ নিয়ে তুমি কৌতুক করতে পার, কিন্তু পা নিয়ে নয় এতেই কাজে দিল, দেখলাম আমার কানি আঙুলটি একটু মাত্র ঘেমে উঠল, আর আমি যৌনানন্দের মতো আরাম অনুভব করলাম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।