আমাদের কথা খুঁজে নিন

   

চেনা মানুষ অচেনা মানুষ!



১! বিষ্যুদ বার সকাল, সারা দেশে কার্ফিউ চলছে। অফিসের বসের ফোন আসলো (বস যদিও বাসায় আছেন) এক্ষুনি অফিস যেতে হবে! সরকারি ঘোষনা, রাস্তার খারাপ অবস্থা কোন কিছু বলে বসকে ক্ষান্ত করা গেল না। শেষে চাকরি বাঁচাতে জীবনের ঝুকি নিতে হল। প্রস্তুতি নিলাম। আমার দুইটা আইডি কার্ড (এটা বে আইনি কিনা জানিনা, কিন্তু যেহেতু এখনও ছাত্র এবং ভার্সিটিতে তো অফিসের আইডি চলবে না তাইনা?) তো ছাত্র মার্কা আইডিটা রেখে, বহু কষ্টে বানানো ফ্যাসনের জুলফি জোড়া সেভ করে বাসা থেকে বের হলাম।

গলির মুখে দাঁড়ালাম পরিস্থিতি কি দেখার জন্য। দেখি বড় রাস্তায় ৩/৪ টি আর্মির ট্রাক দাঁড়িয়ে আছে। কয়েকজন সেপাই ১২/১৪ জন লুঙ্গিপরা নিরিহ লোককে লাইন বেধে ট্রাকে তুলছে। (ঠিক মুক্তি যূদ্ধের ছবিতে যেমন দেখা যায়) ৪/৫ জন সিপাই ছুটে এসে রাস্তার রিক্সা ওয়ালাদের পেটানো শুরু করলো। এর পর দিল এক অদ্ভুদ শাস্তি।

রিক্সা পেডেলে না চালিয়ে পিছন দিক থেকে মাথা গলিয়ে রিক্সা তুলে ছুটতে হবে। (রিক্সা নষ্ট হলে যে ভাবে নেয়) যে পিছিয়ে পড়বে সে পিটুনি খাবে! দুরে এক বৃদ্ধ একটা পোটলা নিয়ে আসছিল, সম্ভবত গত রাতে আটকা পড়েছিল কোথাও। দুজন সিপাই হঠাৎ ছুটে গিয়ে তাকে লাঠি দিয়ে পেটানো শুরু করলো! বৃদ্ধ হাত জোড় করছে, তার চোখে রাজ্যের বিশ্ময়!! সে বুঝতে পারছে না তার অপরাধটা আসলে কি? অন্য সিপাই এবার তাকে বুটদিয়ে লাথি মারা শুরু করলো... আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে... এই মানুষ গুলোকে কি আমি চিনি? ২! এইতো সেদিন, কামরাঙ্গির চরে, বানভাসি মানুষদের ত্রান দেয়ার সময় এই জলপাই পোশাক পরা মানুষটিই আমার পাশে ছিল। আমার মতই (না না আমার থেকেও অনেক অনেক বেশি কষ্ট ও ত্যাগ শিকার করে) সে অসহায় মানুষদের সাহাজ্য করেছে। আমার স্কুল বন্ধুদের মধ্যে দু'একজন তো এই বাহিনির সদস্য, সে দিনও একসাথে চা খেলাম।

কই তখনতো এতো অচেনা মনে হয়নি। এদের মাঝে কেউ আমার পাশের বাসায় থাকে, কেউ একসাথে বাজার করে, কেউ আমার বাসার ছোট শিশুটিকে আদর করে, কই কখনো তো এতো অচেনা মনে হয়নি। এরা তো কেউ ব্রিটিশ, পাকিস্তানী বা আমেরিকান নয়, তবে এই চেনা মানুষ গুলোকে অচেনা বানালো কে?!!!!!!!! বুঝিনা.... ৩! এই সরকারের পক্ষে বিপক্ষে অনেক লেখা হয়েছে, সেই তর্কে আমি যেতে চাই না। কিন্তু আমি আবারও আগের মত বলবো, দুনিয়ার কোন সেনাবাহিনির ই কাজ রাষ্ট্র পরিচালনা নয়। ত্রান দেয়া, দোকানদারি করা বা ট্রাফিক কন্ট্রল করাও না।

তাদের যে কাজ সে কাজেই আমরা তাদের সফল দেখতে চাই। অল্প দু'একটি লোকের ঘৃন্য সার্থের জন্য আমার বন্ধু আমার ভাই আমার অচেনা হতে পারে না। ৪! বি:দ্র: এই লেখার সম্পুর্ন অংশ একান্ত আমার ব্যক্তিগত চিন্তা ও আমার নিজ চোখে দেখা। এই লেখার সকল দায়দায়ীত্ব আমার, এর জন্য কোন ভাবেই এই সাইট পরিচালক গন ও এতে মতামতকারী গন দায়ী থাকবেন না। ছবি: ১. ফোকাস বাংলা ২. সামহয়ারইনব্লগ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.