আমাদের কথা খুঁজে নিন

   

ছবি কথা বলে,ছবি ভাবতে শেখায় ।

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।

আজ বিশ্ব ফটোগ্রাফ দিবসে আমার সেরা ফটোর মধ্যে একটি । এই ছবিটি দেখলে মনে হবে এ আর এমন কি , এটা তো একটা সাধারন ছবি । কিন্ত না ,এই ছবিটির মধ্যে লুকিয়ে আছে অনেক কথা ,বেদনার কথা । ছবি কথা বলে , ছবি ভাবতে শেখায় ।

শুনুন আমার কাছে ---- আমাদের ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ - এর বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির বহু চা বাগান কয়েক বছর থেকে আজও বন্ধ । তাই, দিনের পর দিন অনাহারে থাকতে-থাকতে বহু চা বাগান শ্রমিক আজ মৃত , কিন্তু আমাদের শ্রমিক দরদী বামফ্রন্ট সরকার তা মানতেই চায় না ! মৃত শ্রমিকদের তালিকা বড় হচ্ছে দিন-দিন । হারিয়ে যাচ্ছে বহু নারী ,বহু শিশু । ছাত্র-ছাত্রীদের আজ বন্ধ বই । কবি সুকান্তের মোরগের কাহিনী র মতো শুধু খাবারের সন্ধান ।

খাবার-খাবার খানিকটা খাবার । এমনি এক পরিবারের এক মাত্র জীবিত এই বৃদ্ধা ,খাবারের সন্ধানে আজ পাথর ভাঙচ্ছেন এ বয়সে ! উত্তরবঙ্গের এক পাহাড়ি নদির বুকে ! ছবি কথা বলে , ছবি ভাবতে শেখায় ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।