আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান অবস্থার ডাওনলোড, আপলোড প্রসেস !

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

গ্রামীন ফোনের এ্যাড সাদৃশ্য দৈনন্দিন জীবনের চলমান ঘটনাগুলোকে ইন্টারনেটের ভাষায় প্রকাশ করছি কিনা, তা যদি ভেবে থাকেন তবে খুব বেশী ভূল করবেন না। সরকারের বর্তমান কার্যক্রম ডাওনলোড, আপলোড প্রসেসের মত বড় বড় ফাইলগুলোর কাহিল দশা অবস্থা। ডাওনলোড : চলমান সরকারের দুর্ণীতি বিরোধী অভিযানে আমাদের বড় বড় নেতা আমলারা আজ ধরাশায়ি, দুনিয়ার বাহিরের আলো,বাতাস, গাড়ী বাড়ী রেখে তারা এখন কারাবাসে । বড় বড় ফাইলগুলি ডাওনলোড করতে কোন ঝামেলাই, সরকারের স্পিডও ভাল ছিল, তাই যেমন দ্রুত ডাওনলোড হয়েছে, সেভাবে ফাইলগুলি সুরক্ষিত স্থানে ট্রান্সফারও করা গিয়েছে বেশ দ্রুতই। এই স্পিড দেখে এইতে জনগণ বেশ খুশিই হয়েছিল, কিন্তু খুশী আর বেশী দিন মুখের হাসিতে থাকছেনা যখন সফটওয়ার (বাজার) মার্কেটে প্রডাক্ট প্রাইস খুবই চড়া, সরকার সেখানে থ ! প্রডাক্টের দাম কিছুতেই ডাওনলোড করে নামাতে পারছেনা। আপলোড : ডাওনলোড ঠিকঠাক মত হলেও আপলোডের অবস্থা তেমন সুরক্ষিত নয়, ইউনুস সাহেব আপলোড হতে চাইলেও স্পীড কম থাকায় তা আর আপলোডে সম্ভব হয়নি, পরে আর কাউকে আপলোডের জন্য পাওয়া গিয়েছে কিনা সে বিষয়ে মিডিয়ারাও যেমন কিছু বলছেনা, সাধারণ পাবলিকরাও তেমন কিছুই জানতে পারছেনা। প্রশ্ন হল, ২০০৮ এ নির্বাচন, অথচ প্রধান দুটি দলের কেন্দ্রীয় নেতার আটক, তাহলে এই অল্প সময়ে কোন জনপ্রতিনিধিত্বকারী সুগঠিত দল কি আপলোড হতে পারবে? আর এদিকে নেটের যা স্পীড !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.