আমাদের কথা খুঁজে নিন

   

জিনোম প্রজেক্ট

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

এভাবে আমাদের পালিয়ে বেড়ানো আর কতকাল জরায়ু থেকে জন্মান্তর অবধি নানাবিধ অসুখের ঘেরাটোপ আরোপিত সংক্রমণ আর একগুচ্ছো পরাজিত স্বপ্ন বিক্রি হয়না বলে বুকের কাছে লালিত বিক্রি হয়না বলে নর্তকীর কোমরে লটকে থাকা ইমিটেশনের খাঁজে খাঁজে আধা সঙ্গম কাব্য তৃতীয়ের লেবাসে নাম-পরিচয়হীনের আরাধ্য ট্যাগিং তোমরা ছাপ মেরে যাও আমার বুকে কড়া পরা হাতে, শৃঙ্খলিত উদাসী কল্পনার ডানায় বিশেষত ভাষাতে, আমাদের নব-শিক্ষিতের পোশাকে বেয়াদপ কর্পোরেট কাকের মল ঠোকরওয়ালা পাঠান, একালের কাবুলিওয়ালা একালের উদযাপিত ডাকাত হানা দেয় আমার নি:শ্বাস ভারী হয়ে ওঠে তোমার দুর্গন্ধে গলার উপর চেপে বসা আঙ্গুল গুলো ছাড়িয়ে দিতে চাই বারংবার এ এক অদ্ভুত বেঁচে থাকা আমৃত্যু বয়ে চলা সেই একই মৃত্যুহীন শোক এরপর ছড়িয়ে দেয়া প্রজন্মান্তর জিনে এবং সাংস্কৃতিক ডিএনএতে কোনটাকে যে নিজের বলে ভাবি নিজ’কে তোমরা পাল্টে দিয়েছ অপূর্ব দক্ষতায় গণমাধ্যমে, গণশৌচাগারে আর গণ ভাবনায় এদিকে প্রাজ্ঞ অগ্রজরা ঘুষ খেয়ে পড়ে আছে সাফল্যের বারান্দায় খানিক বেসামাল, পুরোটাই নির্লজ্জ আত্মসমর্পণ এখানে আশাবাদী হওয়া নিছকই বেঁচে থাকার হাতিয়ার তবুও বিলাসীরা করে অহেতুক শোরগোল আধকিলো বাউয়া ব্যাঙের সাথে রসুনের স্যুপ সেমিনার সিম্পোজিয়ামে নাগরিক উদ্বৃত্তির ঝোল এস তবে পাওয়ার পয়েন্ট খেলি স্লাইডে স্লাইডে বাহিত দু:স্বপ্নের হাহাকার সবই যখন সংমিশ্রিত মলে তখন উপাচারের আর কি দরকার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।