আমাদের কথা খুঁজে নিন

   

শোকাবহ ১৫ ই আগষ্ট

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম'। বঙ্গবন্ধু শেখ মুজিব মানেই স্বাধীন বাংলাদেশ। আজ শোকাবহ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩১তম শাহাদৎ বার্ষিকী। আজ বাঙ্গালী জাতির জীবনে এক শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে সূর্যোদয়ের আগেই ঘটেছিল ইতিহাসের এক কলঙ্কজনক ঘটনা।

কিছু সংখ্যক উচ্ছৃংখল সৈনিকের হাতে সপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙ্গালীর ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৫ আগস্টের সেই সর্বনাশা রাতের দৃশ্যপট মানস চোখে একবার ভেসে উঠলেই শিহরিত হতে হয়। ধানমণ্ডির ৩২ নম্বর রোডের বাড়ির সিঁড়িতে জাতির জনকের রক্তাক্ত মৃতদেহ। 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম'। বাঙালির প্রাণের ধ্বনি বাঘের গর্জনের মাধ্যমে বহিঃপ্রকাশ।

আমাদের স্বাধিকার আন্দোলনেনর পথ প্রদর্শক, এদেশের প্রাণপুরুষ-সর্বকালের সেরা বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মানেই স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা মানে শেখ মুজিব, উত্তাল গণঅভূ্যত্থান, ৭ মার্চের ভাষণ, পাক সেনাদের বিরুদ্ধে বাঙালির প্রাণবাজি রেখে লড়াই। ত্রিশ লাখ শহীদের রক্তে কেনা বাংলাদেশ, দুই লাখ মা-বোনের জীবনের বিনিময়ে কেনা বাংলাদেশ। ঘাতকের ভয়ঙ্কর ছোবলে শোকার্ত ১৫ আগস্ট এর মানে রক্তাক্ত স্বাধীনতা, খুনির বুক ফুলিয়ে চলার মানে লজ্জিত স্বীধীনতা, অস্ত্রহাতে মতা গ্রহণ মানে ধর্ষিত স্বাধীনতা, সামরিক শাসকদের স্বেচ্ছারিতা মানে বিবস্ত্র স্বাধীনতা। রাজাকারের মতায়ন-পাকপন্থীদের রাজনীতি-ঘাতকদের পুনর্বাসন-জিয়া-নিজামীর মিলনে অসত্দমিত স্বাধীনতা।

শোষকের বিরুদ্ধে তীব্র আন্দোলনের মাঝে বোনা থাকে স্বাধীনতার বীজ, জঙ্গির আত্মহনন লুটে নিতে চায় বাঙালির স্বাধীনতা। স্বাধীনতার প্রধান শত্রু রাজাকার ও তার পালনকর্তা, খুনির নিরাপত্তা দানকারীর ইপ্সা প্রতিবাদের স্বাধীনতা হরণ, দ্বারে দ্বারে অত্যাচারিত ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা বোবা কান্নায় বন্দী, তবুও আমরা চাই বেঁচে থাকার মতো পর্যাপ্ত স্বাধীনতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।