আমাদের কথা খুঁজে নিন

   

চানাচুর এখন কি করবে?????

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

উদাসী স্বপ্ন, চানাচুর মনেহয় এখন দেশের অন্যতম ব্যস্ত মানুষদর একজন। সে আমার সবচেয়ে কাছের মানুষ, কিন্তু তার সাথে কথা বলার সময় পাই না, তার ব্যস্ততার জন্য। সে আপনাকে খুবই মিস করে, তাছাড়া আমাদের নেটের লাইন খুব খারাপ তাই শুক্রবারে সে নেটে বসতে পারেনি। তবে আমি তার রুটিন দিতে পারি। যে সকাল ১১টার আগে সাধারনত ঘুম থেকে উঠত না সে এখন সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে ওঠে। তারপর সাড়ে সাতটার মধ্যে কলেজে চলে যায়, আসে ৩টার দিকে এসেই খেয়েদেয়ে ইংরেজী স্যারের কাছে পড়ে, তারপর ঘুমাতে যায়, ঘুম থেকে ওঠে সন্ধ্যার সময় আবার ১জন স্যার আসে তার কাছে কিছুক্ষণ পড়ে আর কিছুক্ষণ কাইকুই করে(কারণ চানাচুর কলেজের পড়া শেষ করে তার আর পড়া করতে পারে না)। তারপর সে পড়া করে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় রাত ১টা দেড়টার দিকে। তার কলেজে এক নিয়ম প্রত্যেককেই কিছু না কিছু পারফর্ম করতে হবে, সে খুবই চিন্তিত। কারণ সে এগুলো আগে কখনোই করে নি। সে আপনার সাহায্যপার্থী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.