আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম সম্পর্কে আমেরিকানদের আই কিউ

জীবন গঠনে নিজেস্ব প্রতিক্রিয়ার দায় বেশি, ঘটে যাওয়া ঘটনার ভূমিকা সামান্য।

মোহাম্মদ আমের, একজন আমেরিকান মুসলিম কমেডিয়ান। বড় হওয়া, জন্ম হওয়া টেক্সাসে। তাই পুরাপুরি আমেরিকানই, আপাতত 'আল্লাহ মেইড মি ফানি' নামের একটা কমেডি গ্রুপের সদস্য। ওরা কমেডিগুলো বলে সাধারন আমেরিকানদের জন্য, কমেডির মাধ্যমেই ইসলাম আর মুসলিমদের সম্পর্কে আরেকটু জানানো, এই তো।

সিডনীতে এসেছিল কিছুদিন আগে। পুরা আধা ঘন্টার প্রতি সেকেন্ডে আমাদের হাসিয়ে মেরেছে। একটা মজার কথা বলেছিল, 'মুহাম্মদ' পৃথিবীর সবচেয়ে পপুলার নাম। এ পর্যন্ত মুহাম্মদ নামের যত মানুষ পৃথিবীতে এসেছে, ততো মানুষ অন্য কোন নামের ছিল না! আমেরের ভাতিজার নাম 'ওসামা'। টেক্সাসে শপিং করতে গিয়ে দশ বছরের ওসামাকে হারিয়ে ফেলেছে।

হায় হায়! শপিং সেন্টারের মাঝ খানে দাঁড়িয়ে বিকট চিৎকার দিল, 'ওসামা!!!!' বাকিটুকু বুঝে নিন! আমের দাবী করেছিল, দাবা আবিষ্কার করেছে নির্ঘাত মেয়েরা। হয় মেয়েরা আবিষ্কার করেছে বা কোন মেয়ের অনুপ্রেরণা ছিল দাবা আবিষ্কারে। কেন? ভেবে দেখুন, রাজা শুধু সামনে পিছে এ পাশ ও পাশ... এক পা করে আগাতে পিছাতে পারে। আর রাণী? যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা যেতে পারে, যাকে ইচ্ছা তাকে মারতে পারে। রাজার বন্ধুদের সব মেরে ফেলে, রাজার কিছুই বলার থাকে না! হায় বন্দী রাজা! প্রকৃতপক্ষে পুরুষদের অব্স্থা নাকি সেরকমই।

বলাই বাহুল্য, আমরা মেয়েরা সবচেয়ে মজা পেয়েছি। কৌতুক রিপিট করলে মজা থাকে না, ওর মুখেই শুনতে হবে। Mo Amer দিয়ে ইউ টিউবে সার্চ দিলেই চলে আসবে অনেকগুলো। আপাতত দেখাতে চাই একটা মজার ভিডিও। ও কতগুলো প্রশ্ন তৈরি করে আমেরিকার রাস্তায় রাস্তায় গিয়ে সাধারন আমেরিকানদের ইসলাম সম্পর্কীয় আইকিউ টেস্ট করলো।

এক একজনের জবাব শুনে হাসতে হাসতে শেষ। নমুনা-- মুসলিম পবিত্র শহর মক্কা কোথায়? - আমম... ইন্ডিয়া? - আমি জানি, ইসরাইল! মুসলিমদের পবিত্র মাস কোনটা? - এইটা আমি জানি, জিহাদ। ঠিক? তাহলে দেখে নিন ক্লীক করে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.