আমাদের কথা খুঁজে নিন

   

আজকের যায়যায়দিনে অনিক শাহরিয়ারের একটি ফিচার

http://www.myspace.com/423882880/music/songs/31785002

বাংলা ব্লগিং ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী বাঙালিদের মধ্যে। দেশ-বিদেশের লেখকরা, বিশেষ করে তরুণ লেখকরা নিজেদের ভাবনা-চিন্তা, পছন্দ-অপছন্দ শেয়ার করছেন নিজেদের নেট নামচায়। সহজেই তারা বিশ্বের পাঠকদের মধ্যে ছড়িয়ে দিতে পারছেন নিজেদের রাজনৈতিক বিশ্লেষণ, মানবাধিকার, পছন্দের মুভি আর বই রিভিউ, ফটোগ্রাফি, ব্যক্তিগত আবেগ, গল্প, কবিতা, ছড়াসহ অনেক কিছু। ব্লগিং ক্রমেই একটি শক্তিশালী মিডিয়ায় রূপান্তরিত হচ্ছে। আগামী দিনের টেক নির্ভর প্রজন্মের কণ্ঠস্বর ব্লগেই ধ্বনিত হবে বলে অনেকেই মনে করছেন।

তাই ব্লগিং নিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে ইদানীং। তেমনি এক পর্যায়ে এসেছে নতুন বাংলা ব্লগ ফোরাম সচলায়তন। অবশ্য সচলায়তন-এর উদ্যোক্তারা একে ব্লগ সাইট না বলে অনলাইন রাইটার্স ফোরাম বলতেই বেশি পছন্দ করছেন। এর কারণ হিসেবে তারা বলছেন, বাংলা ব্লগ জগতে যারা লেখালেখি করে পরিচিতি লাভ করেছেন তাদের মধ্যে মিথস্ক্রিয়া এবং লেখালেখি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার জন্যই মূলত এ সাইটটি চালু করা হয়েছে। সচলায়তনে প্রাথমিকভাবে প্রায় ১০০ ব্লগ লেখক তালিকাভুক্ত হয়েছেন।

এ লেখকদের অধিকাংশই তরুণ। বিশেষ করে বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষায় এবং পেশাগত কাজে ব্যস্ত তরুণ লেখকরাই এখানে যোগ দিয়েছেন। পাশাপাশি নিরীক্ষাধর্মী বেশকিছু প্রতিষ্ঠিত লেখকও এখানে নিয়মিত লিখছেন। সচলায়তনের টেকনিকাল সাপোর্ট দিচ্ছেন অরূপ কামাল আর এস এম মাহবুব মুর্শেদ। অনলাইনে যারা বাংলা লেখালেখি করে থাকেন তাদের কাছে এ নাম দুটি খুবই পরিচিত।

মালয়শিয়া প্রবাসী অরূপ আর আমেরিকা প্রবাসী মুর্শেদ এর আগে যে অনলাইন বাংলা কনভার্টারটি তৈরি করেছেন সেটি এখন পর্যন্ত বাংলা ভাষার সবচেয়ে নির্ভরযোগ্য এবং সর্বাধিক ব্যবহৃত কনভার্টার। সচলায়তনের সব টেকনিকাল বিষয়ে তারা দুজন স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। সচলায়তনের লেখালেখি আংশিক সম্পাদনা যুক্ত। দক্ষ একটি মডারেশন প্যানেল খেয়াল রাখেন, যাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো মতবাদ এ সাইটে প্রচার না হয়। সচলায়তনে ইতিমধ্যেই লেখালেখির পাশাপাশি অন্যান্য উদ্যোগ নেয়া শুরু হয়েছে।

বাচালায়তন নামে একটি বাংলা চ্যাট বক্স যোগ করা হয়েছে যেখানে সদস্যরা আড্ডা মেরে সময় কাটাতে পারেন। বাচালায়তনের প্রভাবে ইতিমধ্যেই দুনিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা লেখকরা আড্ডায় মেতে উঠছেন, তৈরি হচ্ছে নতুন বন্ধুত্ব, মতবিনিময় হচ্ছে লেখা আর সমকালীন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। সচলায়তনে ই-বুক তৈরিও শুরু হয়েছে চলতি মাস থেকে। প্রাথমিকভাবে রম্য, প্রবাস জীবনের জার্নাল, অনুবাদ কবিতা, কবিতা আর ছোটগল্পের কয়েকটি বই প্রকাশের জন্য অনলাইনে লেখা বাছাই আর সম্পাদনা চলছে। সুমন রহমান সম্পাদনা করছেন দেশ-বিদেশের বিভিন্ন শহরের নিত্য জীবনবোধের বহু কাহিনীর সঙ্কলন অন্য ঘর, অচেনা শহর, শোহেইল মোতাহির চৌধুরী সম্পাদনা করছেন জোকসের বই প্রথম রাতেই বেড়াল।

হাসান মোরশেদ রাশিয়ান বিপ্লবের সময় নির্যাতিত সেন্ট পিটার্সবার্গ ঘরানার রাশিয়ান কবি আন্না আখমাতোভার কবিতার অনুবাদ নিয়ে বই করছেন আন্না আখমাতোভা-কবিতার গণিকা, কবিতার তাপসী নামে। এছাড়াও কবি নজমুল আলবাবের ই-বুক বোধ সংক্রান্ত এবং এস এম মাহবুব মুর্শেদের সম্পাদনায় ছোটগল্পের সঙ্কলন সচলায়তন ছোটগল্প সঙ্কলন-এর কাজও জোরেসোরে এগিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে এ বইগুলো অনলাইনে প্রকাশিত হবে, তারপর ধীরে ধীরে এগুলো মুদ্রিত আকারে বাজারে প্রকাশ করা হবে। ই-বুক সিরিজে পরিকল্পিত বইগুলোর মধ্যে নির্বাচিত রাষ্ট্রচিন্তা, নির্বাচিত দর্শন সহ আরো অনেক বইও কাজ শুরুর অপেক্ষায় দিন গুনছে। সচলায়তনের আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ হচ্ছে অনলাইন আর্কাইভ গড়ে তোলা।

দেশের বিভিন্ন বই যেগুলো এখন সহজলভ্য নয়, অথচ পাঠকের কাছে পৌছা জরুরি তেমন বই সচলায়তনে আর্কাইভ করে রাখা হবে, যাতে এ বইগুলো কালের বিবর্তনে হারিয়ে না যায়। অকাল প্রয়াত কবি সুনীল সাইফুল্লাহর মৃত্যুর পর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্র সংসদ কর্তৃক কবির যে বইটি প্রকাশিত হয়েছিল সেই দুর্লভ বইয়ের কপি সংগ্রহ করে এখন আর্কাইভ করা হচ্ছে। প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, সুনীল সাইফুল্লাহ হচ্ছেন সত্তর দশকের তরুণ কবি, যিনি কবিতায় ঘোষণা করেছিলেন ‘ঠিক তিন বছর পরই আত্মহত্যা করে যাবো আমি’ আর ঠিকই তিন বছর পর তার কবিতার ঘোষণা মতো মাত্র ২৫ বছর বয়সে আত্মহত্যা করেন। কবির মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থটি কাব্যপ্রেমীদের কাছে এখন দুর্লভ। সচলায়তনের পক্ষ থেকে এ কবিতার বইটি অচিরেই অনলাইনে আর্কাইভ করে আগ্রহী পাঠকদের জন্য এভেইলেবল করে দেয়া হবে।

সচলায়তনের এই ব্যাপক কর্মযজ্ঞ ইতিমধ্যেই অনলাইন বাংলা পাঠকদের মধ্যে সাড়া জাগিয়েছে। অতিরিক্ত পাঠকের হিটে বেশ কয়েকবার এ সাইটের ওপর চাপ পড়ে সাইটের কার্যক্রমে অসুবিধা সৃষ্টি হলে এখন উদ্যোক্তারা নতুন করে আরো বড় পরিসরে সাইটটি হোস্ট করা শুরু করেছেন। ইউজার ফ্রেন্ডলি এ সাইটে পাঠকদেরও সরাসরি মতামত দেয়ার সুযোগ আছে। যে কোনো লেখা পড়ে পাঠকরা তাদের মতামত লেখার নিচে কমেন্ট বক্সে যোগ করতে পারেন। উৎসাহী তরুণ লেখকরা চাইলে সচলায়তনের সদস্যপদ নিয়ে নিজেরাও তাদের লেখালেখি পৃথিবীব্যাপী পাঠকদের চোখের সামনে তুলে ধরতে পারেন।

তবে সাইটের কোয়ালিটি নিশ্চিত করার স্বার্থে কর্তৃপক্ষ নতুন লেখকদের সরাসরি রেজিস্ট্রেশন করেই লেখালেখি করার সুযোগ আপাতত দিচ্ছেন না। আগ্রহী নতুন লেখকরা বিভিন্ন প্রকাশিত লেখার আলোচনায় যোগ দিতে পারবেন। এসব আলোচনা দেখে মডারেটররা সিদ্ধান্ত নেবেন যে, আগ্রহী লেখক সচলায়তন ফোরামের নীতি, উদ্দেশ্য এগুলোর সঙ্গে কতোটুকু সমমনা। তারপর মডারেটররা তার সদস্যপদ বিবেচনা করবেন। তবে লেখালেখির সুযোগ না থাকলেও পাঠকদের জন্য পড়া আর আলোচনায় যোগ দেয়ার সুযোগটা কিন্তু থাকছেই।

সুতরাং আপনিও সময় পেলে একবার ঢু মেরে দেখে আসতে পারেন এ চমৎকার ওয়েবসাইটটি। বিঃদ্রঃ জানার ও জানানোর অধিকার থেকে লেখাটি প্রিয় সামহোয়ার বন্ধুদের জন্য পোস্ট করলাম। অন্যকিছু নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।