আমাদের কথা খুঁজে নিন

   

=দৃষ্টির ছায়া-২

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

দৃষ্টির ছায়া-১ ইবনে ইসহাক বলেন, উম্মুল মু'মিনীন সাফিয়্যা বিনতে হুয়াই ইবনে আখতার রাদিয়াল্লাহু 'আনহা থেকে আমি একটি বর্ণনা পেয়েছি। তিনি বলেন: "আমি ছিলাম আমার পিতা ও আমার চাচার সন্তানদের মধ্যে তাদের কাছে সর্বাদিক প্রিয়। অন্য সব সন্তানদের মধ্যে তারা আমাকে বেশী ভালবাসতেন। নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আসার পর কুবা পল্লীতে বনু 'আমর ইবনে আওফের কাছে অবস্থান করলেন। এই খবর পাওয়ার পর আমার পিতা হুয়াই ইবনে আখতার এবং চাচা আবূ ইয়াসের খুব সকালে নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং সূর্যাস্তের সময় ফিরে এলেন।

তারা দু'জনেই ছিলেন ভীষণ ক্লান্ত। আমি অভ্যাসবশত তাদের কাছে ছুটে গেলাম। কিন্তু তারা চিন্তায় এমন বিভোর ছিলেন যে, আমার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। আমি শুনলাম, চাচা আবূ ইয়াসের এবং আমার পিতা এভাবে কথপোকথন করছিলেন: -এই কি তিনি? -হাঁ, আল্লাহর শপথ। -আপনি তাকে ভালভাবে চিনেছেন তো? -হাঁ।

-এখন আপনি তার সম্পর্কে কি মনোভাব পোষণ করছেন? -শত্রুতা! আল্লাহর শপথ, যতদিন বেঁচে থাকি। সূত্র: "ইবনে হিশাম", প্রথম খণ্ড, পৃ- ৫১৮-৫১৯ হয়ে "আর্ রাহীকুল মাখতূম"। (প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের মদীনায় আগমন পরবর্তী ঘটনা। এতে ইয়াহূদীদের তখনকার মনোভাব পরিস্ফুট হয়ে উঠেছে। উল্লেখ্য যে, হুয়াই ও তার ভাই ছিল ইয়াহূদী।

কিন্তু আল্লাহ্ তা'আলা ইয়াহূদীদের সকল ষড়যন্ত্রের হাত থেকে তাঁর নবীকে হেফাযত করেছেন ও বিজয় দান করেছেন। ) ছবি: নিজস্ব। জার্নালটা অজানা কারণে আর না খোলায় আপতত এখানে তুলে রাখা আছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।