আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাশ কাউন্টারে এমন সুন্দরী মেয়ে বসে থাকলে কি আর টাকা গোণা যায় না মাথা ঠিক থাকে?

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

সেদিন অফিসের বেশ কিছু টাকা জমা দিতে হবে,তাও আবার ক্যাশে। এমনিতেই প্রতিবার আমার এক জুনিয়র দিয়ে আসত। এবার টাকার অংকটা বেশী থাকায় বস আমাকেই তার সাথে যেতে বললেন। ৭৫হাজার টাকা, ৫০০টাকা নোট করে ১৫০ টা নোট। একটি বান্ডলে ১০০টা আরেকটিতে ৫০টি আছে।

আগেই বলে নিই আমি আবার টাকা গোণায় এমন পারদর্শী যে, টাকা গুনতে গুনতে টাকার কাগজ পাতলা হয়ে ছিড়েও যেতে পারে। সোজা কথা কোন সময় একবার এই টাকা গুণে শেষ করতে পারবনা। কয়েকবার গুণতে হবে। যাই হোক ব্যাংকে আমি ও আমার বস গেলাম। ব্যাংকে ক্যাশ রিসিভে যে বসে ছিলেন তাকে দেখেই তো অর্ধেক কাবার।

মেয়ে দেখেছি বহু কিন্তু এমন মেযে কোথাও দেখিনি, আসলে কিছু কিছু সৃষ্টি আছে যারা অন্য যেকোন সৃষ্টি থেকে সবকিছু ছাপিয়ে যায়, এরকমই কিছু ভাবতে ভাবতে ক্যাশ কাউন্টারে গিয়ে বিল ও টাকাগুলো বের করলাম। যদিও গুণে এনেছি তারপরেও আর একবার গুণে দেখা দরকার তাই মোটা বান্ডলটা বসকে দিয়ে ছোট বান্ডলটা আমি নিলাম। একবার, দুবার এভাবে চারবার ফেল মারলাম, বসের অলরেডী একবারই শেষ। বস বোধহয় আমাকে খেয়াল করছিলেন ... : কি এই কয়টা টাকা গুণতে এতবার গোণা লাগে? - কি করব বস, বারবার ভূল হচ্ছে যে : ভূলটা হয় কেন? মন কোথায থাকে - বস, প্লিজ এখানে সবার সামনে ঝাড়ি দিয়েন না, অফিসে গিয়ে দিয়েন জোড়ে ঝাড়া দিয়ে হাত থেকে টাকাগুলো নিয়ে তিনি গুণে পরিশোধ করে দিলেন ব্যংক থেকে ফেরার পথে, : সত্যি করে বলত, ওই সময় তোমার কি হয়েছিল, মিথ্যে বলবেনা আমি তোমাকে কিন্তু ওই সময ফলো করছিলাম - বস, আপনিই বলেন ক্যাশ কাউন্টারে এমন সুন্দরী মেয়ে বসে থাকলে কি আর টাকা গোণা যায় না মাথা ঠিক থাকে? অফিসে এসে সবাইকে সাথে সাথে কাহিনীটি ফ্লাশ করে দিলেন, ওমনি শুরু হল আমাকে নিয়ে ক্ষাপানো। মুরুব্বী একজন তো বলেই বসল আমি বললে প্রস্তাব নিয়ে যাবে, আমি যতই বোঝানোর চেষ্টা করছি ততই আমাকে ক্ষেপাচ্ছে।

মহা বিপদে আছিরে ভাই, এরকম যেন কারো কপালে না হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.