আমাদের কথা খুঁজে নিন

   

মাইকে 'ক্যাশ চেয়ে' আলোচনায় চিফ হুইপ

শুক্রবার বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের সরকারি পাবলিক মাঠে মাইকের এই ঘোষণার খবর ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

এ বিষয়ে জানতে চাইলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফিরোজ বলেন, নিজের জন্য নয়, দলের জন্য টাকা চেয়েছেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানের এক ভিডিওচিত্রে দেখা যায়, চিফ হুইপ ক্রেস্ট গ্রহণ করছেন।

এরপর তাকে মাইকে বলতে শোনা যায়, “আগামীকাল দলীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বসব। যদি কেউর উপঢৌকন দেয়ার ইচ্ছা থাকে, তবে আর এই ক্রেস্ট না।

ক্যাশ চাই, ক্যাশ চাই।

“বোঝেন নাই? নির্বাচন করতে গেলে অনেক লাগে। কাজেই ক্যাশ দিয়েন, খুব ভালো হইবে। কাল দেখা হবে সবার সঙ্গে। আজ আর কোনো ক্রেস্ট নেব না।

সমস্ত ক্রেস্ট আমি পরে নেব। ”

চিফ হইপকে তখন হাসতেও দেখা যায়। তার সঙ্গীরাও তখন হাসছিলেন।

‘ক্যাশ’ চাওয়া প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাকে এলাকার মানুষজন অনেক ফুল ও ক্রেস্ট দিয়েছেন। আমি তাদের বলেছি যে, এতো টাকা কেন খরচ করছেন।

ফুলের জন্য খরচ না করে পার্টির জন্য ক্যাশ দেন। পার্টির অর্থ সম্পদ বাড়ান।

“আমি তাদের বলেছি, আমাকে বেশিক্ষণ পাবেন না। আমার কার্যালয়ে আসুন। এইখানে ক্যাশ এবং কার্যালয় দুটি মিলিয়ে কিছু লোক কুৎসা রটনা করছে।



ওই এলাকা থেকে ছয়বার সাংসদ নির্বাচিত হয়েছেন জানিয়ে তিনি বলেন, “আমি কীভাবে এলাকার মানুষের কাছে নিজের জন্য টাকা চাইবো। ”

বাউফল উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে ওই গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেতা-কর্মীরা চিফ হুইপকে ক্রেস্ট, ফুলের তোড়া উপহার দেন।

পরে গণসংবর্ধনা অনুষ্ঠানটি স্থানীয় কেবল অপারেটরের মাধ্যমে শহরে সম্প্রচার করা হয়।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.