আমাদের কথা খুঁজে নিন

   

আপনাদের পাড়ার রাজাদা (কাহিনী-১৯)



আবার রাজাদা মোবাইলের যুগ সবে শুরু । রাজাদা সবার দেখাদেখি একটি পুরনো মোবাইল হ্যান্ডসেট কিনলেন। আমাদের দেখালেন কিন্তু ধরতে দিলেননা। সে সেটের আবার একটা অ্যান্টেনা ছিল, তা টেনে খুলে কথা বলতে হতো। কথা প্রায় কারো সঙ্গেই বলতেন না।

কারন আউটগোয়িং তো বটেই, ইনকামিং কলেও তো তখন পয়সা কেটে নিতো। রাজাদা সেটা হাতে নিয়ে পাড়ায় ঘুরতেন, সবাইকে গর্ব ভরে দেখাতেন। পাড়ার লোক রাজাদাকে সমীহ করতে শুরু করলেন। কোলকাতা থেকে জনশতাব্দী এক্সপ্রেসে বাড়ীতে আসছি । সঙ্গে রাজাদা।

তখন ভোর হয় হয়, রাজাদা উঠে চেয়ারে গিয়ে বসলেন। আমাকেও জোর করে ওঠালেন। বললেন কিছুক্ষনের মধ্যেই তো বাড়ী পৌছে যাবো। আমি বললাম বাড়ি পৌছতে এখনও ঘন্টা দুয়েক বাকী, আরেকটু ঘুমুতে দাও তো রাজাদা। রাজাদা শুনলেননা।

জোর করেই আমাকে ওঠালেন। ওয়েটারকে দুকাপ কফির অর্ডার দিলেন। ব্রিফকেস থেকে মোবাইল হ্যান্ডসেট বের করে অ্যান্টেনা টেনে বের করলেন। তোর বৌদিকে খবর দিতে হবে বুঝলি, আমরা একটু পরেই পৌছে যাচ্ছি । আজ সকালেই অফিস যেতে হবে।

যেন রান্নাবান্না করে রাখে। নইলেতো ঘুমুবে, শেষে না খেয়ে অফিস যেতে হবে। আমি গরম কফিতে চুমুক দিলাম। রজাদা সমানে হ্যান্ডসেটের বোতাম টিপেই যাচ্ছে । আমি কফি শেষ করলাম ।

বললাম, শোনো রাজাদা, ট্রেন থেকে টাওয়ার পাওয়া যায়না । তুমি শুধু শুধু চেষ্টা করছো । আর বৌদিতো জানেনই যে আজ সকালে আমরা আসছি । রাজাদা কিছু বললেননা। নিজের কাজে মন দিলেন।

ওয়েটার খালি কাপ নিতে আসতে, রাজাদা দুটো ডিম, দুটো চাউমিনের অর্ডার দিলেন। ডিমভাজা দিয়ে চাউমিন শেষ করলাম । রাজাদা নিজের কাজ করে চলেছেন। আমি জানলা দিয়ে প্রাকতিক দৃশ্য দেখছি আর আঁড়চোখে রাজাদার বোতাম টেপা দেখছি। অবশ্য কামড়ার সব লোকই রাজাকে আঁড়চোখে দেখছে আর হাসছে।

রাজাদা হ্যান্ডসেটের কভার, ব্যাটারি, অ্যান্টেনা খুলে কিসব করলেন । কিছু হলোনা । ওয়েটার খালি প্লেট নিতে এল, রাজাদা আবার দুটো কফির অর্ডার দিলেন। আমি রাজাদাকে বললাম, শোনো, আর একটা ষ্টেশন পড়েই আমাদের ষ্টেশন আসবে । খুব বেশী হলে পনেরো মিনিট ।

সবে ছটা বাজে । সাড়ে ছ'টার মধ্যে বাড়ী পৌছে যাবো। তখনই রাজাদা বাড়ির লাইন পেলেন। বৌদিকে ধরলেন। বৌদি কাঁচা ঘুম উঠে কি বললেন জানতে পারিনি ।

রাজাদা বার বার বলছেন – ‘আরে আমি আমি’। রাজাদা কেমন যেন খাবি খাচ্ছিলেন । তারপর কি হলো জানিনা । রাজাদা আজও সেল ফোন ব্যাবহার করেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.