আমাদের কথা খুঁজে নিন

   

রি-পোস্ট: বন্যতাই কি সব?

http://www.myspace.com/423882880/music/songs/31785002

বিশিষ্ট সঙ্গীত প্রতিভা ফুয়াদের বন্য এ্যালবামটা শুনছিলাম। হেভী জোস, পুরা চিজি মাল। তবে, মাঝে মধ্যে মনে হয়েছে- এটা কাজলের কৌতুকের ক্যাসেট বা পাপ্পুর! সে যাহোক, এ্যালবামের নাম রাখা হয়েছে- বন্য। এটা জীবের ভেতর কার বন্যতা কে বোঝাতে চেয়েছে মনে হয়! এটা বনমানুষের ভেতরকার বন্যতা নয়, বা বনবিড়ালেরও নয়! এটা পুরুষ মানুষের, ( মেয়ে মানুষের কিনা জানিনা!) মনের ভেতরে লুকিয়ে রাখা যৌনবন্যতা, যৌন- আগ্নেয়গিরি! সেটাই নাকি সত্য! সম্প্রতি একজন সঙ্গীত শিল্পীর সাথে আমার একটা লেখা নিয়ে কথা বলছিলাম। লেখাটা হয়তো ব্লগের বন্ধুরা দেখে থাকবেন। আমার প্রোফাইলে নিজের উপলব্ধি থেকে লেখা চারলাইনের ছড়াটি! এ লেখাটি ঐ শিল্পীকে বলার পর উনি বললেন, এখানে আশাবাদের কথা বলতে চেয়েছ, ইতিবাচক কথা বলার চেষ্টা করেছ, কিন্তু মানুষ কিন্তু নেগেটিভ কথা শুনতে চায়। নিজের মনের ভেতরকার বন্যতাকে শুনতে চায়! যেমন, কারো বউকে নিয়ে যদি কেউ আমাকে রসালো গল্প বলে, আমি শিহরিত হবো! তাই না! আমি আসলে কিছু বুঝলাম না। শিল্পীরা মানুষের বন্যতার পেছনে এতো লাগলো কেন? বন্যতা কি মানুষের নেগেটিভ দিক, না পজেটিভ? এটা বহিঃপ্রকাশের উন্মাদনা কি আত্মশিহরণ বা প্রয়োজন না প্রাকৃতিক বিস্ফোরণ! সব শেষে কি বন্যতাই সত্য?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.