আমাদের কথা খুঁজে নিন

   

দিবস দিয়ে কি ভালোবাসা হয় (রিপোস্ট)

Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!

দিবস দিয়ে কি ভালোবাসা হয়, নাকি ভালোবাসার কোন দিবস হয়! তাহলে সবাই ঐ এক দিবসের আয়ুই চাইতো - এক জীবনের নয়। খুঁজে পেতে কি ভালোবাসা হয়? তাহলে অনেকেই “হিলারী-তেনজিং” হয়ে এভারেস্টে যেতেও রাজী হতো - প্রেম ভালোবাসা বয়ে নিয়ে আসতে। ভালোবাসা কি ফুলের তোড়া বা কাঁচের বাক্সে সাজানো কোন কেক/চকোলেট ? অথবা বিজ্ঞাপনের কোন পণ্য, যা পয়সা থাকলেই যে কারো হতে পারে? তাহলে তো “বিল-গেটস” আর "সরোস”রাই পৃথিবীর সব ভালোবাসা কিনে নিতো! আর কারও জন্য কি একফোঁটা ভালোবাসা কোথাও পাবার উপায় থাকতো? ভালোবাসা তাহলে ফুল নয়, কেক নয়, অযথা কথার ফুলঝুরিও নয় অশ্লীল জামাকাপড় নয়, অর্ধনগ্ন আবেদনময়ী শরীরও নয় - তাহলে জগতের সব ভালোবাসা এতদিনে ম্যাডোনা-ব্রিটনীর পায়ে লুটাতো! আর ডাস্টবিনে কুকুরের সাথে খাবার ভাগ করা মানুষের জীবন অর্থহীন হয়ে যেতো! ভালোবাসা তাহলে হলমার্ক বা আরচিসের রঙ-বেরঙের "পণ্য-সামগ্রী" কার্ডও নয়। “ভালোবাসা” তাহলে কেবলি ভালোবাসার নাম - আমরা যা ভাবি তাই নয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.