আমাদের কথা খুঁজে নিন

   

শরতের কথা

অ আ ক খ ১ ২

শরতের এই বিকেল বেলায়, রিমঝিম বৃষ্টির শীতল অনুভুতি, ওরে আমি বৃষ্টি গুনতে চাই ! টিপ টিপ ঝরছে বৃষ্টি অপরুপ তার ছন্দ, ওরে আমি নৃত্য করতে চাই ! আজ দুলছে গাছ, দুলছে গাছের সব পাতা, আমি দোলনায় দুলতে চাই ! আজ ভিজে গেছে শাড়ি, আহ্ আমি তো লাজুক নাড়ি, ওরে আমি আঁচল উড়াতে চাই। আজ ভিজে গেছে ফুল, ভিজে গেছে তার সাদা পাপড়ি, ওরে কেউ ফুল এনে দে, আমি খোপায় গুজতে চাই। আজ মরা গাছ ফিরে পাবে তার প্রান, গজাবে তার নতুন কুড়ি, হে বিধাতা বাঁচিয়ে রাখ মোরে যতদিন না হই বুড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।