আমাদের কথা খুঁজে নিন

   

দোহাই তোদের একটুকু চুপকর, ভালোবাসিবারে দে আমায় অবসর

মিডিয়া

দোহাই তোদের একটুকু চুপকর, ভালোবাসিবারে দে আমায় অবসর... পাত্রটির নাম অমিত কুমার রায়, পাত্রী লাবণ্য.... অমিত বলে ফ্যাশণটা হলো মুখোশ স্টাইলটা হলো মুখশ্রী... মনে পড়ছে পাঠক ? শেষের কবিতার কথা বলছি। রবীঠাকুর ভক্ত আর সেরা বইয়ের তালিকায় শেষের কবিতা নেই এমন পাঠক সংখ্যা নিতান্তই কম। স্কুলে পড়বার সময় শেষের কবিতার নাম শুনে ভাবতাম কবিতার বই, কলেজে ভর্তি পরীক্ষার সময় সাধারন জ্ঞান বই পড়ে জানলাম এটি উপন্যাস। আর বইটি পড়বার পর আমার কাছে হয়ে উঠলো প্রিয় থেকে প্রিয়তর। ২২ শ্রাবণ কবি প্রয়াণ দিবসে শেষের কবিতার ভক্ত পাঠকদের জন্য থাকলো শেষের কবিতার অডিও লিংক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।