আমাদের কথা খুঁজে নিন

   

এক ভালো রিকসাওয়ালার গল্প

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশেহারা।

এই রিকসা, যাবেন?..কোই যাইবেন?.. আই.ডি.বি ভবন। ..চলেন। ভাড়া কত-জিজ্ঞসে করলাম। ..আমি তো চিনি না..যা ভাড়া তাই দিয়েন।

...বললাম ১২ টাকা ভাড়া। ..উঠে পড়লাম। রিকসা চলতে লাগল। মাঝে রিকসাচালকের সাথে আলাপ শুরু করলাম। নাম মশিউর রহমান।

বাড়ি দিনাজপুর। ঢাকায় ২ বছর ধরে রিকসা চালাচ্ছেন। তবে, শ্যামলীর দিকে এই প্রথম। ভাড়া প্রসঙ্গে সে জানাল ১/২ টাকার জন্য সে কখনও ঝামেলা করেনা। ...রিকসা গন্তব্যে পৌছালে ১২ টাকা ভাড়া দিয়ে দিলাম।

...সে হাসিমুখে তা গ্রহণ করে চলে গেল। মনে মনে রিকসাওয়ালার মঙ্গল কামনা করলাম। তবে তার এই সারল্য অটুট থাকবে তো? নাকি কোন স্বার্থাণেষীর ক্ষপ্পরে পড়ে সেও তার বিবেক হারাবে? আসলে সবাই যদি যার যার কর্তব্য সম্পর্কে সৎ থাকে, লোভী না হয়ে কাজ করে যায় তাহলে একটি সুন্দর দেশের স্বপ্ন আমরা দেখতেই পারি। দোয়া করেন আমার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।