আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্স মোজিলা বাংলা সাপোর্ট করছে না - হেল্প প্লীজ, ত্রিভুজ অথবা অন্য কেউ!

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

কয়েকদিন আগে ইন্টারনেট এক্সপ্লোরার সংক্রান্ত একটি সমস্যার কথা উল্লেখ করে একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টের মন্তব্যে ত্রিভুজ IE এর পরিবর্তে ফায়ারফক্স মোজিলা ব্যবহার করার পরামর্শ দিয়েছিল। তার কথামতো তখনই সেটা ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিলাম। এবং অত্যন্ত আশ্চর্যের সাথে দেখলাম, যে সমস্যাটা IE, Avant Browser, Opera এই তিন ব্রাউজারেই ফেস করতে হচ্ছিল, ফায়ারফক্স মোজিলাতে তার কোন অস্তিত্বই নেই! কাজেই হৃষ্টচিত্তে সেটা ব্যবহার করে যেতে লাগলাম। কিন্তু বিড়ম্বনাটা টের পেলাম একটু পরেই। ইন্টারনেট থেকে সেভ করে নিয়ে আসা সামহোয়্যার ইন ব্লগ, বিজ্ঞানী, বাংলা উইকিপিডিয়া প্রভৃতি ওয়েবপেজ ফাইলগুলো, যেগুলোর নাম ইউনিকোড বাংলায় লেখা, সেগুলো ওপেন হচ্ছে না। ওপেন করতে গেলেই চিত্রের মতো এরর আসে। অথচ IE তে সেগুলো কোন সমস্যা ছাড়াই ওপেন হয়। তবে কি ফায়ারফক্স মোজিলা ইউনিকোড সাপোর্ট করে না? কিন্তু তাই বা কি করে হয়? কেউ কি সমস্যাটার সমাধান দিতে পারেন???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।